
বইমেলা,
একজন জনৈক কবি দাঁড়িয়ে উনার প্রকাশিত বইয়ের সামনে , প্রকাশনীর স্টলে।
অপেক্ষা প্রিয় মানুষটি স্বয়ং কবির হাত থেকে বই নিবে।
কবির চোখ তৃষ্ণার্ত উটের মতো প্রেয়সীকে খুঁজে।
চোখের দৃষ্টি অস্থির,
এতো মানুষ কিন্তু প্রেয়সীর পদচারণা নেই।
কবির কিছুটা মন খারাপ__
মেঘে ছেয়ে গেছে কবির আকাশ।
অজানা শঙ্কা, যদি না আসে!
কষ্টটা বুক পকেটে রেখে কবি হাসিমুখে অটোগ্রাফ দিচ্ছেন কবির শ্রদ্ধাভাজন পাঠকদের ।
মুখে হাসি বুকে শঙ্কা ___
যুদ্ধের দামামা বাজে কবির কানে।
কবি শুনে, কেউ শুনেনা।
কলাপাতা রং এর শাড়ি, কপালে রক্তজবা টিপ, চশমার ফ্রেমে আঁটা চোখ ।
ধীর পায়ে এগিয়ে আসছেন, কবির কবিতা, কবির প্রেয়সী।
ঠিক কবির মুখোমুখি।
কবি আর কবির কবিতা।
উনি বই নিলেন, বইটা এগিয়ে দিয়ে বললেন অটোগ্রাফ!
কবি তার হাজার বছর পুষে রাখা অবাধ্য ভালোবাসার কলম দিয়ে লিখলেন,
আমার ভালোবাসা আজ মুক্ত,
তোমার শাড়ির ভাঁজেই হোক আমার ভালোবাসার চিরনিবাস।
অতঃপর কবির লিখিত নাম ___
“তোমার কবি মশাই”
মেয়েটি কবির হাত ধরে টেনে নিয়ে গেলো গভীর সাগরে, কবি পাল তুলে দিলো,যে দিকে যায় যাক না।
কবি চিৎকার দিয়ে প্রকাশককে বললেন,
যদি আমার কোন পাঠক এসে বলে ,
কবি কি আসেননি?
আপনি বলে দিবেন , “কবি তার কবিতার সাথে পালিয়ে গেছে।”
জানি ,পাঠক বিস্ময়ে বলে উঠবে ,
“কবি কবিতার সাথে পালিয়ে যায় কিভাবে?”
আপনি বলে দিবেন, “যেভাবে বসন্ত বারবার পালিয়ে যায় ঠিক সেভাবে।”
উৎসর্গঃজয়ীতা জয়ী।
১০টি মন্তব্য
পপি তালুকদার
বার বার বসন্ত ফিরে যায় আবার নতুন ভাবে নিজেকে রাঙাবে বলে….
কবি হারিয়ে যায় কবিতার সেই অথৈ সাগরে, যেখানে ডুব দেয়া যায় কিন্তু উঠতে গেলে আরও গভীরে তলিয়ে যেত হয়।
দারুন লাগলো কবিতাটি।
মনিরুজ্জামান অনিক
বাহ! কি চমৎকার বললেন কবিতার কথা।
আসলে কবি আর তার কবিতার মাঝে লুকিয়ে থাকে অদৃশ্য ভালোবাসার দেয়াল। যা ভেদ করার ক্ষমতা কবির নেই।
ভালোবাসা জানিবেন।
শুভ রাত্রি।
বন্যা লিপি
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের ধারকরা অক্ষর দিয়ে কয়েকটা শব্দের জন্ম হলো এই কিছুক্ষন আগে….তারস্বরে চিৎকার দিয়ে জানান দিয়ে অধিষ্ঠিত হলো কতগুলো সাইনবোর্ডের নামে।
ওরা সবাই বলে– এর নাম কবিতা,
আমি ভাবতে বসি কপালের শিরা চেপে ধরে, ভঙ্গুর কলমটার দুঃসাহস বেড়ে গেলো কখন?
একজন কবি তাঁর প্রেমিকাকেই কবিতা ভাবছেন….. অথবা কবিতাকেই প্রেমিকা মানছেন….. কবি মেরেছেন দুইভাবেই…. আমার ভালোলেগেছে লেখার ধরনটা।
আপনার প্রতি শুভ কামনা রইলো
মনিরুজ্জামান অনিক
বাহ! কি চমৎকার বললেন।
সাঝ সকালে আপনার মন্তব্য টা পড়ে মনটা ভালো হয়ে গেলো।
শুভ সকাল ☕
কবিতাই কবির প্রেমিকা কিংবা প্রেমিকাই কবির কবিতা। দুটোই মুদ্রার এপিট ওপিট বলতে পারেন।
সতত ভালোবাসা জানিবেন।
সুপর্ণা ফাল্গুনী
কবির কাছে কবিতাই প্রেমিক, কবিতাই প্রেমিকা। কবি বা কবিতার কাছে তার প্রেম ধরা দিতে বাধ্য। পাঠককে অপেক্ষায় রেখে কবিতায় ডুবে যাওয়া মানে কবি সৃষ্টির আরাধনায় মশগুল , তাতেই তো অনবদ্য সৃষ্টি হবে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর লেখা উপহার দেবার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
মনিরুজ্জামান অনিক
ঠিক বলেছেন।
কবির কাছে কবিতাই প্রেমিকা কিংবা প্রেমিক।
কবি তার প্রেয়সীকে কবিতার মাঝে ফুটিয়ে তুলে।
কবি তার প্রেমিকাকে দেখে কবিতার দৃশ্যপটে।
শুভ সন্ধ্যা 🍵
ভালোবাসা জানিবেন।
ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
আপনার কবিতায় একঘেয়েমী নেই। একটা অন্যরকম স্বাধ পাওয়া যায়। কবিতা আর কবি একে অপরের পরিপূরক।
শুভ কামনা রইল। লিখতে থাকুন!
মনিরুজ্জামান অনিক
আপনার মন্তব্য আমাকে আরো লেখার জন্য উদ্ভুদ্ধ করে।
সতত ভালোবাসা জানিবেন।
শুভ সন্ধ্যা 🍵
ভালো থাকবেন।
আরজু মুক্তা
তুমি আমাকে কলম দিলে, আর থাকলে সমস্ত ভাবনা জুড়ে। আমি এককাপ কফি বা চা নিয়ে বসলেই, দেখি শব্দগুলো খেলা করছে। কিছু না হলেও একটা কবিতা লেখা হয়ে যায়।
সকালে এমন কবিতা পড়লে মুগ্ধতা কাজ না করে যায় কই?
শুভ কামনা সবসময়।
মনিরুজ্জামান অনিক
ইশ!
চায়ের নেশা ধরিয়ে দিলেন।
এককাপ ধোঁয়া উঠা চা, চিলেকোঠার বারান্দা,
স্নিগ্ধ সকাল।
বাহ! কি চমৎকার।
সতত ভালোবাসা জানিবেন।
শুভ রাত্রি।