
কবি ও কবিতার প্রেম
এসকেএইচ সৌরভ হালদার
হাজারো কবিতা লিখবো
তোমকে নিয়ে।
ভুলিবো না এ জীবনে,
প্রকৃতির মতো ভালোবাসব।
সমুদ্রের দিকে তাকিয়ে থাকবো
তোমাকে নিয়।
ভালোবেসে হারিয়ে যাবো ,
গঙ্গার বুকে ঢেউ খেলা ঐ
স্রোতের উপর।
গানে গানে সুরে হারিয়ে যাবো,
অজনা এক কল্পনার রাজ্যে
শুধু কবিতাই লিখিবো
তোমার আর আমারি নামে।
হাজার কবিতার ছন্দ
রচিত করিবো এ মনে।
ভালোবেসে হারিয়ে যাবো
অজনা দুনিয়াই।
তোমারি জন্য লিখিব কবিতা
এ্রক বুক ভালোবাসা নিয়ে।
চিঠি দিয়ে নয়,গান দিয়ে নয়
তোমারি লিখিব কবিতার ছন্দে।
৪টি মন্তব্য
মনির হোসেন মমি
আপনি এ পর্যন্ত আপনার পোষ্টের কোন মন্তব্যের উত্তরই দিচ্ছেন।অন্যের পোষ্টে মন্তব্য করা নাই বা বললাম। এতো ব্যাস্ততা আপনার!
শামীম চৌধুরী
সমুদ্রের দিকে তাকিয়ে প্রকৃতিকে সাথে নিয়ে ভালোবাসতে পারলেই আসল প্রেমিক হয়ে উঠবেন। খুব কম জনেই পারেন।
তৌহিদ
সৌরভ, আপনি নিজের লেখার যত্ন নিন, বানানের দিকে লক্ষ্য রাখুন। আপনার লেখায় অন্যদের দেয়া মন্তব্যের জবাব দিন। নিজেও অন্য লেখকদের লেখায় মন্তব্য করুন।
ভালো থাকবেন।
শাফিন আহমেদ
কবিতা লিখতে থাকুন আর এই ব্লগের অন্য সবার কবিতাগুলো পড়তে থাকুন। শুভ কামনা।