কবি আর পাঠকের নগরী

সুমধু চক্রবর্তী ১ নভেম্বর ২০১২, বৃহস্পতিবার, ০৬:৫৯:১৪অপরাহ্ন কবিতা, সাহিত্য ২২ মন্তব্য

ভেবেছিলাম কয়েক পশলা অঝর শ্রাবনই যথেষ্ঠ।
না হয়নি! ভুল ছিল তা।
এখনো ঘর্মাক্ত নগর। ঘিনঘিনে বাতাস। বদ্ধ।
গুমোট বাতাসে এখনো ঘামের গন্ধ!

 

কিছু জীব তবু খুশী। বোবা-প্রায়।
মানুষ বলিনা এদের। আদম-কীট।
খুশীতে কিলবিল। এরা অবুঝ।
এদিকে পঙ্কিল সরকারী বেসরকারী রাস্তাগুলো।
অথছ এখনো সমানে তৃষিত কৃষকের মাঠ! জঘন্য!

 

শুধু শ্রাবণে হবেনা, বুঝেছি এখন।
মেঘের জলের বান চাই। নদীর জলে বড় ক্লেদ।
বানে ধুয়ে দেব ঘাম। কৃষক হাসবে তাজা হাসি।
যত আদমকীটের হবে সলিল সমাধি।

 

নগর শুদ্ধ হবেই। সতেজ হবেই।
নাগরিকগুলো সব হবে হয় কবি নয় পাঠক।
আমি নাছোড়বান্দা।

.

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ