
কবির মন, শুধু ভাবে কী যে লিখি এখন
কারণে আর অকারণ, রাতদিন যখন-তখন,
বিচলিত কবির মন, কী লিখবে যে কখন
ঘুমহীন চোখে, কবি ভাবে বসে সর্বক্ষণ!
কবির মন, স্রষ্টার সৃষ্টি নিয়ে ভাবে
কীভাবে হয়েছিল শুরু, শেষ হবে কীভাবে,
কী কথা ছিলো, আর কী করছি ভবে
যখন যাবো চলে, তখন কী হবে?
কবির মন, ভাবে সুন্দর কেন প্রকৃতি
বিশাল এই পৃথিবী, গোলাকার তার আকৃতি,
সাগর-নদী, বন-জঙ্গল, ফল-মূল প্রবৃত্তি
পাহাড়-পর্বত, আকাশ-বাতাস, বসুমতী!
কবির মন, ভাবনা পাখিরা কেন গায়
কষ্ট ওদের, বাসাটা যখন ঝড়ে উড়ে যায়,
শত কষ্ট ভুলে গিয়ে আবার বাসা বানায়
সারাদিন উড়ে বেড়ায়, নীড়ে ফিরে সন্ধ্যায়!
কবির মন, ভাবনা দেশ জাতি ও ধর্ম
সকলেই তো ধর্মানুরাগী, তবু কেন অপকর্ম,
বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম
দোষের কী? ধর্মানুসারীরা জানে ধর্মের মর্ম!
কবির মন, জীবের জীবন নিয়ে ভাবে
পৃথিবীতে কি করে চলছে, কে কীভাবে,
কেউ খাচ্ছে, কেউ মরছে, চলছে এভাবে
তবুও থামেনি সময়, সময় এভাবেই যাবে!
৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
এই ভাবনা যে ভাবে তাকেই কবি বলে সুন্দর বন্দনা করেছেন প্রিয় কবি নিতাই দা! ভাল থাকবেন———
নিতাই বাবু
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, লিটন দাদা।
বন্যা লিপি
তত্ব দর্শনের এক বিশ্লেষণিক কবিতা। দারুন লিখলেন দাদা।
নিতাই বাবু
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দিদি।
সাবিনা ইয়াসমিন
কবি মনের ভাবনা/বিস্তার/ বিশ্লেষণ নান্দনিক এবং দার্শনিক। ভালো লাগলো পড়ে।
শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দিদি।
বোরহানুল ইসলাম লিটন
কবির মন সদা চঞ্চলা
হরেক ভাবনা সাথী,
ভাবতে ভাবতে যায় পেরিয়ে
জীবনের সারা রাতি।
অতি সুন্দর কবিতা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
নিতাই বাবু
সুন্দর বিশ্লেষণমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা।
হালিমা আক্তার
কবির মন শুধু ভেবে যায়। যখন যা পায়, ভাবনার মনি কোঠায় রেখে দেয়। শব্দেরা করে ছুটোছুটি। খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।