কলম খাতা হাতে নিয়ে
কবি ভেবে সারা,
ভালোবাসা বইয়ের সাথে
জাতির দর্পণ তারা।

কবির প্রেমটা বইয়ের সাথে
লেখেন কাব্য কত
তাহা পড়ে ভালো লাগে
সবার শত শত।

কবি ছাড়া কবিতা তো
নয়তো কারো সৃষ্টি,
কবির লেখা কবিতা টা
জাতির শুভ কৃষ্টি।

স্মৃতির পাতায় নেমন্তন্ন
কবির মনের কথা,
তাহা লিখতে জাগে কবির
হৃদয় ঘোরে ব্যথা।

কবির সৃষ্টি অমর কীর্তি
সবার মনে প্রাণে,
তাহার লেখা পড়ে মুগ্ধ
জীবন নদের গানে।

রচনাকালঃ
০৩/০৮/২০২১

স্বরবৃত্ত ছন্দ ৪+৪/৪+২
-------------------------------------
কবি
জাহাঙ্গীর আলম অপূর্ব

কবি তোমরা জ্ঞানের প্রতীক     
তোমায় পেয়ে খুশি দেশ          
তোমাদের ওই জন্য               
জাতি বলে বেশ।

সত্য লিখে সমাজ থেকে      
দূর করে সব কবি বেশ      
তাদের জন্য সমাজ            
সুন্দর হয় যে লেশ।

কবির কথা অতি সুন্দর    
বলার ভাষা নেই'রে ভাই    
মর্ত্যে তাদের কথা              
শুধু খাসা তাই।

শূচি শুদ্ধ চাতক কবি
করে না তো কভু ভুল
থাকে সদা আঁখি
তাঁরা ধরার মূল।

আর কি বলব কবির কথা
কবি দলে দল বাঁধি
সমাজের যে  ভালো
রাখি দল সদা ।

রচনাকালঃ
২৯/০৬/২০২১

৪+৪

৪+৩

৪+২

৪+১