কবিদের শহরে

তৌহিদুল ইসলাম ৫ ডিসেম্বর ২০২০, শনিবার, ০৯:১৯:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

রুক্ষ-শুষ্ক ইটপাথরের শহর ছেড়ে
সাতসমুদ্র তের নদীর এপারে
বিজন সবুজের মোহমায়ায় ঘেরা
সোনালু ক্ষেতের আলঘেঁষে মেঠোপথ মাড়িয়ে
আমি আজ কবিদের শহরে এসেছি।

কবিতার ভিড়ে অকবিতার মায়াজালে
নিবিষ্টতার আশ্রয়ে সংযমী কৃচ্ছ্রসাধন কল্পনায়,
অহর্নিশি লিখে চলা ডায়েরির প্রতিটি পাতায়
ফুটিয়ে তোলা প্রেমদাস কাব্যকথাতে
এখন মন ভরেনা ভক্ত-পাঠক কারোরেই।

দম বন্ধ করা নিঃশ্বাসের পরিত্রাহি বার্তা
ক্ষণেক্ষণে উত্তরবাতাসের হিমশীতল আবরণে
কানেকানে বলে- তুমিতো কবি নও, তবে কেন?
কেন এই হাহাকার! বেদনাব্যঞ্জক সুরের মূর্ছনা?
এসবের উত্তর জানা নেই আমার।

তপ্ত বালিয়াড়ির বুকে লেখা কবিতা
মুছে গিয়েছে মরুঝড়ের আবডালে।
শুধু জানি, শিরোনামে যে নাম লিখেছিলেম
কবিদের শহরে প্রতিলিপি অঙ্কন করে রেখেছে
নাম-ঠিকানাবিহীন এপারেরই কোন কবি।

সমতলের উপরবিন্দুতে আঁটবেধে শেকড় গাড়া
ঘর্মাক্তকলেবরে হাতছানির আঁচল বিছানো
কবিদের শহুরে পথ- সেতো ধুম্রজালিকা!

৬৫৬জন ৪৮৬জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ