
রুক্ষ-শুষ্ক ইটপাথরের শহর ছেড়ে
সাতসমুদ্র তের নদীর এপারে
বিজন সবুজের মোহমায়ায় ঘেরা
সোনালু ক্ষেতের আলঘেঁষে মেঠোপথ মাড়িয়ে
আমি আজ কবিদের শহরে এসেছি।
কবিতার ভিড়ে অকবিতার মায়াজালে
নিবিষ্টতার আশ্রয়ে সংযমী কৃচ্ছ্রসাধন কল্পনায়,
অহর্নিশি লিখে চলা ডায়েরির প্রতিটি পাতায়
ফুটিয়ে তোলা প্রেমদাস কাব্যকথাতে
এখন মন ভরেনা ভক্ত-পাঠক কারোরেই।
দম বন্ধ করা নিঃশ্বাসের পরিত্রাহি বার্তা
ক্ষণেক্ষণে উত্তরবাতাসের হিমশীতল আবরণে
কানেকানে বলে- তুমিতো কবি নও, তবে কেন?
কেন এই হাহাকার! বেদনাব্যঞ্জক সুরের মূর্ছনা?
এসবের উত্তর জানা নেই আমার।
তপ্ত বালিয়াড়ির বুকে লেখা কবিতা
মুছে গিয়েছে মরুঝড়ের আবডালে।
শুধু জানি, শিরোনামে যে নাম লিখেছিলেম
কবিদের শহরে প্রতিলিপি অঙ্কন করে রেখেছে
নাম-ঠিকানাবিহীন এপারেরই কোন কবি।
সমতলের উপরবিন্দুতে আঁটবেধে শেকড় গাড়া
ঘর্মাক্তকলেবরে হাতছানির আঁচল বিছানো
কবিদের শহুরে পথ- সেতো ধুম্রজালিকা!
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
কবিদের শহরে আপনাকে সুস্বাগতম 😍😍। অসাধারণ, অনবদ্য লেখনী। আপনি সবসময় সব লেখাই চমৎকার লিখেন। আপনার চমৎকার শব্দবুননে, কাব্য গাঁথুনীতে কবিতা হয়ে উঠে অনবদ্য। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
আপনার মত পাঠক লেখকের জন্য আশীর্বাদ। সুন্দর মন্তব্যে প্রীত হলাম দি ভাই।
শুভকামনা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
কবিদের শহর সুন্দর।
আছে প্রকৃতি, আছে শব্দসম্ভার।
আছে বিচিত্র ভাবনা।
.
খুবি ভালো লাগলে,দাদা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, ভালো থাকুন আপনিও।
সাবিনা ইয়াসমিন
অস্থির মনে কোন শব্দই আবদ্ধ হতে চায় না। কবিদের শহরেও কবি নীরব হয়ে যায়!
প্রেমদাস কাব্যকথা! শব্দ গুলো ভালো লাগলো।
তৌহিদ
মাঝেমধ্যে মনে হয় নিজের সমস্ত প্রতিবাদ লিখে রাখি কবিতা আকারে। কিন্তু কবিদের মত কবিতা লিখতে পারিনা আমি এটাই দুঃখ।
কেউ হয়তো একদিন আমার কবিতার শিরোনামকে তার ডায়েরিতে লিপিবদ্ধ করবে সেদিনের প্রতিক্ষায়।
ভালো থাকুন আপু।
রিমি রুম্মান
কবিদের শহরে … সুন্দর তো শিরোনামটি !
তৌহিদ
পছন্দ হয়েছে তাহলে! লেখাটি স্বার্থক বলে মনে হচ্ছে আপু।
শুভকামনা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
নাম অসাধারণ। শব্দের বাহারী কবিতা।
শুভ কামনা রইলো ভাইয়া।
তৌহিদ
ধন্যবাদ আপু। ভালো থাকুন আপনিও।
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা অনেক শুভেচ্ছা রইল
তৌহিদ
ধন্যবাদ দাদা, শুভকামনা জানবেন।
মনির হোসেন মমি
রুক্ষ-শুষ্ক ইটপাথরের শহর ছেড়ে
সাতসমুদ্র তের নদীর এপারে
বিজন সবুজের মোহমায়ায় ঘেরা
সোনালু ক্ষেতের আলঘেঁষে মেঠোপথ মাড়িয়ে
আমি আজ কবিদের শহরে এসেছি।
কবিদের শহরে গল্পকারদের কিছুটা স্থান দিয়েন ভাইটি। মুগ্ধ!!
তৌহিদ
আপনি আমাদের অগ্রগামী লেখক ভাই, আপনার পিছেই আছি সর্বদা।
ভালো থাকুন সবসময়।
বন্যা লিপি
নাম লিখিয়ে ফেলেছেন বড্ড শক্তপোক্ত ভাবে। শব্দের ব্যাঞ্জনায় কবি আর নিরব কই? দারুন লিখেছেন।
এগিয়ে চলুক ডায়রীর পৃষ্ঠা।
তৌহিদ
কবিদের কাছাকাছি যেতে বহুত চড়াই উৎরাই পার হতে হয় আপু। বড্ড কঠিন সে পথ।
আপনিও ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
যাক, কবিদের শহর খুঁজে সাবাই পায় না, কেউ কেউ পায়,
তারা ধনবান কাব্যে কাব্যে, আকাশ প্রদীপে।
অনেক সুন্দর কবিতা পেলাম আমরা এবারে, যা পাই-ই না।
তৌহিদ
আমিও খুঁজে পাইনি, এ পথ বড্ড জটিল ধাঁধা। যারা পেয়েছে তারাই সার্থক।
শুভকামনা ভাইয়া।
আরজু মুক্তা
কবিরা কলম দিয়েই প্রতিবাদ করে। সব কিছুর মধ্যেই কবিরা প্রাণ খুঁজে পায়
তৌহিদ
তাইতো তাদের শহরে যাবার রাস্তায় নেমেছি আপু।
ধন্যবাদ জানবেন।