কবিতা রিভিউ

হালিমা আক্তার ৮ নভেম্বর ২০২১, সোমবার, ১২:০১:০৯পূর্বাহ্ন সাহিত্য ১৩ মন্তব্য

কবিতা - রিভিউ

যৌথ কাব্যগ্রন্থ - নির্ঝর শব্দের ঢেউ

সম্পাদনা - আরজু মুক্তা

প্রকাশক - আব্দুল্লাহ আল তানিম

প্রকাশনায় - ইচ্ছে স্বপ্ন প্রকাশনী

কবিতা - ১) শেষ প্রহরের ভূষণ ২) অধরা অমৃত রস

কবি -- সুপর্ণা বসু ফাল্গুনী

 

কবি কবিতা লিখে , পাঠক তাঁর অনুভূতি দিয়ে সেই রস উপভোগ করে | কখনো কবির সাথে পাঠকের উপভোগ মিলে যায় , কখনো বা অমিল থেকে যায় | কবি কল্পনায় শব্দের মালা গাঁথে , পাঠক বাস্তবের সাথে মিলিয়ে সে সুধা পান করে | ২০২১ বইমেলা উপলক্ষে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ' নির্ঝর শব্দের ঢেউ ' এ ঢেউ এর মূর্ছনায় লিপিবদ্ধ করা হয়েছে নবীন - প্রবীণ কবিদের সমন্বয়ে ৭৪ টি কবিতা | কাব্যগ্রন্থের দুটি কবিতা ' শেষ প্রহরের ভূষণ ও অধরা অমৃত রস ' | কবিতা দুটি লিখেছেন প্রিয় কবি সুপর্ণা বসু ফাল্গুনী |

শেষ প্রহরের ভূষণ কবিতাটিতে শব্দের অলংকার এর সৌন্দর্য পাঠকের মনে আনন্দ দিবে | অসাধারণ শব্দ শৈলী |

জীবন আঁধারে প্রকৃতির সাথে মানুষের সখ্যতা | যেন তিমির রাত্রি জেগে খেলে যায় কানামাছি |

মৃত্তিকা ভেদ করে আশা গাছের ডালে ডালে পাখিদের জীবন যাপন | সেখানে মাঝে মাঝে উঁকি দেয় অশরীরী আত্মা | মনের কথাগুলো কখনো প্রকাশিত হয় , কখনো গোলকধাঁধার ঘুরে বেড়ায় | পাখির কুজন কর্ণে পৌঁছালেও , মনের রুদ্ধ দ্বারে আটকে যায় | ব্যাকুল মনে তখন বেজে উঠে রণ ডঙ্কা | এর ই মাঝে উত্তর - পূর্ব আকাশে জেগে উঠে সোনালী স্বপ্ন |

রাতের আঁধার কেটে কবি সোনালী স্বপ্নে পৃথিবীকে সাজাতে চান |

কবির আরেকটি সুনিপন রচনা ' অধরা অমৃতরস ' - জীবনে একটুখানি সুখ - শান্তির জন্য আমাদের কত প্রচেষ্টা | ভালোবাসার প্রাপ্তির জন্য ব্যাকুল তনু মন | কল্পনার সাগরে সাঁতরে পেতে চাই অমিয় সুধা | জীবন পথের বাঁকে বাঁকে ক্ষয় হতে থাকা মন প্রাণ কখনো সে সুধা পান করতে পারে | কখনো তা অধরা ই রয়ে যায় | জীবন তৃষ্ণার সাধ এখানে অতৃপ্ত |

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ