কবিতা # পাখি

আবু জাকারিয়া ২৮ জানুয়ারি ২০১৫, বুধবার, ০৩:৫১:১০অপরাহ্ন কবিতা, সাহিত্য ৯ মন্তব্য

১.
একটি পাখি বনে থাকে
তার কাশবন প্রিয়, বাশ বন প্রিয়, ঘাস বন প্রিয়।

পৃথিবীর সবচেয়ে অন্যায় কাজ
একটি বনের পাখি বন্ধী করে রাখা,
তাকে উড়তে না দেওয়া, তাকে গাইতে না দেওয়া।

তার হৃদয় হাজার কোটি ভাড়াটে খুনির থেকে পাশন্ড,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও নিষ্ঠুর, নির্দয়
এক টুকরা ছোট্ট হিরা থেকেও শক্ত,
বিশাল পাথরের থেকেও স্পন্দনহীন
যে একটি বনের পাখি বন্ধী করে রাখে,
উড়তে দেয়না, গাইতে দেয়না।

২.
পাখি তুমি বেচে আছ
লোহার খাচায় বন্ধী হয়ে
আশায় আছো মুক্তি পাবে
উড়ে যাবে আকাশ ছুয়ে
সাদা মেঘের ভেলায় ভেসে
আসবে যে এক নতুন দেশে।

বন বাগানের বন্ধু পাবে
গাইবে যে গান সুরে সুরে
মরা কাঠের পোকার খোজে
উড়ে যাবে অনেক দুরে।

সকাল বেলা ঘুম ভাংগাবে
ঘুমিয়ে থাকা অলস যত
পাবে নতুন দিনের আলো
সূর্য কবে লাগবে কত?

৩.
আকাশ আজ শূন্যতা অনুভব করে
কেউ একজন উড়ে বেড়ায়না
গায়ে ভর করে।

কে সে? কোথা সে থাকে?
কেন আসেনা
নির্জন কোন বাকে?

৪.
হাজার পাখি বন্ধী হয়ে আছে
আমি তাদের একজন
তারা আমার বন্ধু,
তারা আমার ভাই
শুধু তারাই বুঝবে আমার ব্যাথা
আমি কি চাই।

শুধু তারাই বুঝবে লোহার খাচা কি
কত ভয়ংকর, কত নিষ্ঠুর!

কিন্তু আমি কপাল পোড়া
আমি অপয়া,
আমি আমার ভাই বন্ধুদের সাথেও দেখা করতে পারিনা,
দুঃখের কথা খুলে বলতে পারিনা।
কারন, আমি যে বন্ধী
আলাদা একটা খাঁচায়!

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ