কবিতা দুঃখী মেয়ে

নীরা সাদীয়া ২৩ মে ২০২০, শনিবার, ০৭:৩৫:০৪অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

কবিতারা অকারণ,
করে শুধু জ্বালাতন
তারপর ঘুম ভেঙে ভোর হয়,
কবিতারা চুপি চুপি সরে রয়।

কবিতারা ছন্দে,
সুর তোলে 'নন্দে
একসময় থেমে যায় নিশ্চুপ
কবিতারা সত্যি অদ্ভুত।

খুব দ্রুত ভোর হয়,
কবিতারা জেগে রয়,
ফুলগুলো বাঁসি হয় সকালেই
তাই দিয়ে মালা গাঁথে অকালেই।

মালা যায় শুকিয়ে
কবিতা দুঃখী মেয়ে
কবিতার নেই কোন ঠিকানা
আজও সেই নামটি যে অজানা।

কবিতার বাড়ি নেই,
কবিতার ঘর নেই,
আছে শুধু একখানা ছন্দ,
সবদিকে পথ যেন বন্ধ।

কবিতারা ঝরে পড়ে অকালেই,
কবিতারা মরে যায় সকালেই।

২৩/০৫/২০

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ