আমার প্রেমিকা নাই বললেও, মানুষ বিশ্বাস করে না। তারপর স্বেচ্ছায় নিজেকে প্রেমিক বলে ঘোষণা করি। কারণ নিজের খেয়ে আর কত মানুষকে বুঝানো যায়। এই সমাজে না থাকলেও, এখন বলতে হবে আছে। এটাই হলো আমার ট্রেড মার্ক।
.
খুব চিন্তায় আছি। জানি ভবিষ্যতে শ্বাশুড়িও আমার কবিতা পড়ে মেয়েকে কানমন্ত্র দিয়ে বলবো- বলদি! জামাই কই যায়,না যায় খোঁজ রাখিস। আজকেও একটা রোমান্টিক কবিতা পড়ছি।”
.
তখন আমায় বিশ্বাস না করে, কারো শুনা কথার সহি-শুদ্ধ আমলদার যদি হয় ভবিষ্যত মেয়েরা। ভাবছেন! তখন আমার জীবনটা কেমন ফকফকা দেখা যাবে। খালি আগুন আর আগুন। যাক তখন আমি একটাই বাক্য মুখস্থ করবো- হ্যালো! ফায়ার সার্ভিস।
.
এই হলো কবিতা চর্চার সুখ, কেউ বিশ্বাস করে না। তেত্রিশ বছর কাটলেও কেউ বিশ্বাস করবে না। জানি এখন আপনারাও “নাই” বিশ্বাস করবেন না।
.
খুব চিন্তায় আছি। জানি ভবিষ্যতে শ্বাশুড়িও আমার কবিতা পড়ে মেয়েকে কানমন্ত্র দিয়ে বলবো- বলদি! জামাই কই যায়,না যায় খোঁজ রাখিস। আজকেও একটা রোমান্টিক কবিতা পড়ছি।”….
হাহাহাহা, এত দুশ্চিন্তা, কষ্ট নিয়ে রাতে ঠিকঠাক মতো ঘুম আসেতো?
ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা- এভাবে প্রেমিকা নাই বলে ভাইরাল করলে সবাই বুঝে কি আছে আর কি নেই। যদি শরমে কইতে না পারেন বড়দের সামনে তয় সমেস্যা নাই । আমরা তো কেউ জিগাইতে যাইনি ভাইডি প্রেমিকা আছে কিনা নাই। শাশুড়ির কথাগুলো দারুন হাসির আর বাস্তব ছিল। বলদি- 🤭🤭
১৭টি মন্তব্য
তৌহিদ
বিশ্বাস করলাম আপনার প্রেমিকা নাই। তবে আপনিও যে প্রেমিকার আকালে দিনান্ত কবিতা লিখে চলেছেন এটা কি অবিশ্বাস করতে বলেন ভাইয়া? ☺
কবিতা লেখা চলবেই। প্রেমিকা থাক চাই না থাক।
নাজমুল হুদা
এটাও একটা সন্দেহ। আমার আর যাওয়ার জায়গায় নাই। খালি মানুষ সন্দেহ করে। ভাইয়ারাও সন্দেহ করে 😭
রেহানা বীথি
প্রেমিকা থাকলে ক্ষতি কী? যত প্রেমিকা তত কবিতা ছোট ভাই! আখেরে লাভ আপনারই। হা হা হা…
নাজমুল হুদা
হা হা হা, খালি সন্দেহ। আপুরাও যদি সন্দেহ করে তাহলে আর কী করার। কবিতায় লিখবো সেই কষ্টে। যত প্রেমিকা তত কবিতা হলে আজ একটাও কবিতা থাকতো না 🙊
সুরাইয়া পারভীন
আহারে! ভাই আমার ডাক ঢোল পিটিয়ে জানান দিচ্ছে এখনো একা। কেউ আসুক সঙ্গ দেবার জন্য। তা না সবাই খালি সন্দেহ করে😁😁
নাজমুল হুদা
কেউ শান্তিমত ঢাক পিটাতে দেয় না। খালি সন্দেহ করে, আপুরাও সন্দেহ করে। 😭
রেজওয়ানা কবির
নিজ থেকেই জানিয়ে দিলেন আপনার প্রেমিকা নাই,আমরা কিন্তু জানতেই চাই নি???😋এ যেন ভূতের মুখে রাম রাম😋😋।ভালো থাকেন, শুভকামনা।
নাজমুল হুদা
কেউ বিশ্বাস করে না নাই বললেও, বিশ্বাস করছেন। এজন্য আপনাকে ধন্যবাদ।
আপু ভালো থাকবেন সবসময় 😍
সাবিনা ইয়াসমিন
.
খুব চিন্তায় আছি। জানি ভবিষ্যতে শ্বাশুড়িও আমার কবিতা পড়ে মেয়েকে কানমন্ত্র দিয়ে বলবো- বলদি! জামাই কই যায়,না যায় খোঁজ রাখিস। আজকেও একটা রোমান্টিক কবিতা পড়ছি।”….
হাহাহাহা, এত দুশ্চিন্তা, কষ্ট নিয়ে রাতে ঠিকঠাক মতো ঘুম আসেতো?
নাজমুল হুদা
হা হা হা ,
ঘুমের কোনো ঘাটতি রাখি না দিনেও ঘুমাই। ঘুমাইতে আমার বেশি ভালো লাগে। না ঘুমালে আমার প্রেসার বাড়ে। আমার কিন্তু হাই প্রেসার। 😢
আরজু মুক্তা
এগুলো আমিও বিশ্বাস করলামনা।
প্রেমিকা মনের গহীনে আছে বলেই কবিতা।
হা হা
শুভকামনা
নাজমুল হুদা
মনে মনে তো আছেই।বাংলাদেশের সবাই আমার প্রেমিকা এটা বলে শান্তনা দেই আরকি। 😀
আরজু মুক্তা
হা হা।
এটাও মন্দ কি?
কল্পনাতে একজনকে রেখেই তো লিখতে হয়
নাজমুল হুদা
এটাই সত্য ভাবতে হবে নতুন নতুন ভাবনা নিয়ে। তাহলেই কবিতা লিখা যাবে। শরমে কবিতা লেখা যাইতো না।
সুপর্ণা ফাল্গুনী
ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা- এভাবে প্রেমিকা নাই বলে ভাইরাল করলে সবাই বুঝে কি আছে আর কি নেই। যদি শরমে কইতে না পারেন বড়দের সামনে তয় সমেস্যা নাই । আমরা তো কেউ জিগাইতে যাইনি ভাইডি প্রেমিকা আছে কিনা নাই। শাশুড়ির কথাগুলো দারুন হাসির আর বাস্তব ছিল। বলদি- 🤭🤭
নাজমুল হুদা
হা হা হা,প্রেমিকা না থাকলেও আছে মনে মনে। সব কাল্পনিক সংলাপ শ্বাশুড়ির সংলাপটাও।
খাদিজাতুল কুবরা
প্রেমিকা থাক বা না থাক সমস্যা নেই,কবিতা থাকলেই হবে।
আর বড় বড় কবি লেখকদের শাশুড়ী ছিল তারা কিন্তু মেয়ের কান ভাঙাননি।
অতএব নো চিন্তা রাইট কবিতা।