কবিতার স্বর্ণলতা

ছাইরাছ হেলাল ১৭ মে ২০২১, সোমবার, ০৯:১৮:০৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

শান্ত-সুনসান-সুন্দর রোদ-চঞ্চল নিরালম্ব নীরবতা
ফাইরুজের গানে, টানা কাঁচ-জানালায়, এফোঁড়-ওফোঁড় দৃষ্টিতে,
সবুজ সমারোহে, পাখিদের কিচির-মিচিরে,
বেআব্রু ফুলেদের ঘ্রাণে, ঝুলে থাকা থোকা থোকা
সবুজ হলুদ-সবুজ আমে;

আহ্লাদী প্রভাতে মূখ মুখে এ নয় কোন হেঁজিপেঁজি ভাবনা,
এ এক পোষা শ্রবণ-সুন্দর দৃষ্টি-সুন্দরতা,
প্রশস্ত প্রশান্ত ক্ষীণ শব্দ-ঘ্রাণ, যোগাযোগবিচ্ছিন্নতা;
ব্যাকরণ-বহির্ভূতভাবে দিক-চিহ্নহীন বিতৃষ্ণার বিপরীতে।

স্বর্ণলতার মত জড়িয়ে আছে পেন্টি সারিকস্কি,
দাঁড়িয়ে থাকা জানলায়, নিখোঁজ-নিরুদ্দেশ-ভাবনার
শরণাপন্ন হলে, মিলবে কী অনন্ত-স্থায়ী আলোছায়া-মন!!

ছবি নেটের।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ