কবিতার ফুলদানি

ছাইরাছ হেলাল ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার, ০৬:১৫:০৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

 

একটুখানি ধ্বনিত প্রতিধ্বনি শুনতে পাই,
পদশব্দ, করতালি, পাখিদের ডানা-ঝাপটানো, শিশিরের টুপটাপ
কুয়াশা সত্যের কাছে আজ সব-ই বিস্মৃতির মত,
আলপথের বাঁকে বাঁকে।

শুরু দিনের ক্রম আলোফোটার মত ভাবনাগুলো বেড়ে ওঠে
শিরায় শিরায় স্নায়ু স্নায়ুতে, কিছু-না-কিছু লিখতে চায়, বলতে-ও চায়।
এখানে-ও কুয়াশার আড়াল, অ-অনুমোদন যোগ্যতায়;
ঐক্যমত্য হয়-না হয়-নি উৎকর্ষতার শর্তে,
হৃদয়ের আলোকিত উচ্চারণে, ব্যর্থ বিশুদ্ধতার আড়ালে।

তবুও হৃদ-শব্দেরা হাঁটে অক্লান্ত পায়ে
ঝিঁঝিঁ পোকা আর পাখিদের কিচির মিচিরে;
এমন বর্ণিল বিচ্ছুরণে কে-না-চায়, বলি বা না-বলি
স্তব্ধতার ইতিহাসে, চিলেদের আকাশে এখন মেঘেদের সারি ।

এ লোকালয়ে হাজির স্মৃতির আলপথ বেয়ে দুর্নিবার দুঃখবোধের বার্তা,
নদ নদীদের ঢেউ জল পেড়িয়ে;
এখন প্রতিনিয়ত বিস্মৃত হই, স্বপ্ন ও বাস্তবতা দুই-ই;
ছুঁয়ে যাওয়া শরীরী অশরীরী দৃষ্টির উপর ছড়িয়ে থাকা শব্দ অস্তিত্ব।

পিছলে পড়া আলোর ভুবনে কবিতারা বেঁচে বর্তে থাকে অদৃশ্য সত্যের মত
অন্তঃস্থ ও বহিঃস্থ অস্তিত্বে, বিষণ্ণ বাতাসে, নিশ্চিত বিষণ্ণ মনের স্পর্শ প্রতিফলনে;

বৃষ্টি-বন্যার আবাহনে সমুদ্রে ভেসে থাকা কবিতা-স্ফটিকের-ফুলদানিটি
দৃষ্টির গোচরেই থাকে, জরাজীর্ণের এই জন্মশহরে;

ছবি নেটের।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ