সেদিন ছিল রাত্রির দ্বিতীয় প্রহর।

আকাশের গা-য়ে চাঁদ ছিল কিনা জানি না,

তবে আমার ঘরে ছিল পূর্ণ যৌবন দীপ্ত চাঁদ!

সেই চাঁদের উজ্জ্বল ঝলমলে দ্যুতির-

ঝলকানিতে সম্মোহিত করেছিল আমায়।

কবিতার শান্ত চক্ষে ছিল আমার চক্ষু,

কবিতার তীক্ষ্ণ দৃষ্টিতে ছিল আমার দৃষ্টি,

কবিতার শক্ত কাঁধে ছিল আমার উতপ্ত নিঃশ্বাস,

কবিতার উষ্ণ অধরে ছিল আমার অধর,

কবিতার উন্মুক্ত বক্ষে ছিল আমার মস্তক,

কবিতার শুষ্ক হস্তে ছিল আমার হস্ত।

সে এক অদ্ভুত সুন্দর স্বর্গীয় সুখানুভূতি!

যেন অনেক কাঙ্ক্ষিত আর প্রত্যাশিত-

সুখ-স্বপ্ন ধরা দিয়েছিল হাতের মুঠোয়।

জীবনের শ্রেষ্ঠ সুন্দর সময় ছিল-

সেই রাত্রির দ্বিতীয় প্রহর।

 

উৎসর্গ....

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ