কবিতার অঙ্কুরোদ্গম

হালিম নজরুল ৯ মে ২০২০, শনিবার, ০৮:৫৮:২২অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

 

চৈতন্যের দরজায় এখন কবিতার ঈশ্বর,
বর্ষনে উদ্যত ফণিল সৌরভ।

কবিতার প্রসবে দিও একটি উৎকৃষ্ট উতপ্রেক্ষা।
না হয় দিও তুমি উপমার ভান্ডার;
অনুপ্রাসে কিছুটা ভুল হয় হোক।
অন্যের কাছে যতটা দুর্বোধ্যই হোক,
রহস্যময় বিমূর্ততাও জ্যোতির্ময় সূর্য,
বহুরৈখিকতা সহজবোধ্য আমাদের কাছে।
অলংকার বা শব্দশৈলীর কথা ভেবোনা এখন,
তোমার বৈভবী অনুচর এই অনুপম প্রকৃতি;
ওরাই এঁকে  দেবে সুনিপুণ চিত্রকল্প।

চলো প্রিয়তমা,এই পোয়াতি সন্ধ্যায়
কবিতার সঙ্গমে যায়,
এই বিদগ্ধ রাতে বাড়াই কবিতার উর্বরতা।

****

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ