কবিতাকে খুঁজি

চাটিগাঁ থেকে বাহার ২৪ এপ্রিল ২০১৭, সোমবার, ০৯:২৫:৫৩পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ১২ মন্তব্য

কবিতাকে খুঁজি
--------------
কবিতা, ওই কবিতা,
তোমাকে নিয়ে করতে গবেষণা হয়েছি আমি নি:স্ব
কোথা হতে সৃষ্টি তোমার
আদি-অন্ত-উৎপত্তি, খুঁজে ফিরছি বিশ্ব।

হেডস্যার বলতেন- গদ্য হাটে, পদ্য উঁড়ে আকাশে,
শুনে সেকথা মুখখানি আমার হয়েছিলো কেমন ফ্যাকাশে।

পদ্য যে উঁড়ে তা খুঁজতে আকাশে হারিয়েছি দৃষ্টি,
পাইনি পদ্য, তবে পেয়েছি অনেক নিত্য-নতুন সৃষ্টি।

হায়রে কবিতা,
কারো মুখে তুমি খই ফোঁটাও, পাঠকে দাও একাগ্রতা।
বোমা ফাঁটালেও আমার পেট থেকে
বের হতে চাওনা তুমি, এ তোমার কেমন রসিকতা!

কাউরে দেখি কাধে থলে ঝুলিয়ে কাঁশবনে খুঁজে তোমায়,
আমিও খুঁজি দাওনা ঠিকানা এসএমএস করে আমায়।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ