কন্যা, তোমার পড়া বন্ধ!

মারজানা ফেরদৌস রুবা ৭ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার, ১১:১৫:০৪অপরাহ্ন এদেশ ৯ মন্তব্য

fb_img_1486470372658

বাহ! প্রস্তুত হও কন্যারা! এবার তোমাদের ঘরবন্দি হতে হবে। চারদিকে সে প্রক্রিয়াই চলছে।

কদিন আগে গাইবান্ধার কুন্দেরপাড়া চরাঞ্চলের একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয় কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমি ভবন পুড়িয়ে দেয়া হয়েছিলো।

এবার শুনছি, “কিশোরী মোহন প্রাথমিক বিদ্যালয়” পরিবর্তিত হয়ে “কিশোরী মোহন (বালক) প্রাথমিক বিদ্যালয়” করা হয়েছে!
আপনারা কয়জন এই খবর জেনেছেন? জানেন নি তো? খুব সন্তর্পণে এই কর্মকাণ্ডগুলো চলছে।

fb_img_1486173626117
শিক্ষানুরাগী দানবীর কিশোরী মোহন মহোদয় কি “বালক” বিদ্যালয় স্থাপন করে গিয়েছিলেন? নাকি তিনি চেয়েছিলেন ছেলে-মেয়ে নির্বিশেষে সবার শিক্ষা। তাহলে কার ইন্দনে একজন শিক্ষানুরাগীর দেয়া প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলো? তাও আবার নির্দিষ্ট করে “বালক” বিদ্যালয়। এই জীবনে “বালক” প্রাথমিক বিদ্যালয় কোত্থাও দেখিনি। তাহলে কি সিলেট দিয়েই শুরু হল বাংলাদেশে “বালক” প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ?

মেধা বৃত্তি পরীক্ষা-২০১৬ এর ফলাফল।
এখানে খুঁজে দেখতে পারেন, মেধা বৃত্তি পরীক্ষা-২০১৬ এর ফল প্রকাশে "কিশোরী মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়" এর ছাত্রীর নাম আছে। আয়েশা আক্তার পুষ্প (রোল নং ৮৩১)

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে কিশোরী মোহন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের র‌্যালি।
আর এটা ঠিক বুঝতে পারছি না কবেকার প্রকাশিত তবে ২০১৬ এর শেষদিকের হতে পারে।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ