কদিনি আর বাঁচবো বলো

নিরব সাগর ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ১০:৫৩:৫২পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

ক্ষণজন্মা এই পৃথিবীতে কদিনি আর বাঁচবো বলো।

অমর হবার কোন ইচ্ছে আমার নেই, তবে মাঝে মাঝে দুরন্ত যুবক বয়স টাকে বেঁধে রাখতে খুব ইচ্ছে করে ।

তা আর পারলাম কোথায়।আমাদের গড় আয়ু যখন 70-72 বছর, এর মাঝে প্রায় 30 শেষ করে ফেলেছি।

 

কদিন আর বাঁচবো বল, ক্ষণজন্মা পৃথিবীতে আমার অমরত্ব লাভ করার কোন ইচ্ছা নেই।তবে বয়সের ভারে নেতিয়ে পড়তে আমার একদম ইচ্ছে করে না ।

কি আর করব বল, বয়সের ভার আস্তে আস্তে শরীরটার ওপর চেপে বসেছে।

 

ক্ষণজন্মা এই পৃথিবীতে কদিন আর বাঁচবো বল, অনেক কিছু হওয়ার কোন ইচ্ছে আমার নেই।তবে মাঝে মাঝে খুব ইচ্ছে করে কাঁচা মনের রঙ ছড়ায়।

মনটা এখন আর কাঁচা রইলো কই,অনেকটা পরিপক্ক হয়ে গেছে।

 

কদিন আর বাঁচবো বলো, পৃথিবীতে আমার বেশি কোন ইচ্ছে নেই।

তবে রঙ্গিন চোখে গোটা পৃথিবী সবসময় রঙিন দেখতে চাই।

তা আর হলো কই, রঙিন চোখ আস্তে আস্তে ঘোলাটে হয়ে আসছে।

 

কদিন আর বাঁচবো বলো, পৃথিবীতে আমার তেমন কোন ইচ্ছে নেই।

তবে মাঝে মাঝে রজনীগন্ধা হয়ে সবার হাতে হাতে থাকার খুব ইচ্ছে হয়।

তা আর পারলাম কই, এখন আমি বকুল ফুলের মতো খুব ভোরে ফুটে সকালেই ঝরে পরে রই।
কদিনি আর বাঁচবো বলো।।।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ