কদম ফুল

আলমগীর সরকার লিটন ২৫ জুন ২০২০, বৃহস্পতিবার, ১০:১৫:৩৭পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

দু’চোখে আষাঢ় দেখি কদম ফুলের ছোঁয়া

মিষ্টি হাসি যেনো গভীর আতঙ্কে ভরা-

তবুও আষাঢ় চলছে ভিজা সব গন্ধে!

দক্ষিণা জানালা আজও খোঁলা সন্ধ্যা পরে

চড়ুই- বাবুই ভালই আছে- ভাবনার ঘরে।

 

আনন্দ তাই বিলিয়ে যায় কদমফুলের ঘ্রাণে;

রংধনু আকাশ জুড়ে বৈকালিরা চুপি সারে-

সোনালি মুখে চাঁদের হাসি আষাঢ় গেলো ভিজে!

তবুও আমার সুখে- দুঃখে কে পেলো খুঁজে-

এ আষাঢ়ে কদমফুল যাচ্ছে শুধু ভেসে- ভেসে।

 

১১ আষাঢ় ১৪২৬, ২৫ জুন ২০

----------------------------------

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ