
বৃষ্টির টাপুর-টুপুর,না,
টানা-বৃষ্টি, অঝোরে,
শুকনো পাতার নূপুর!না,
পাখি বা ঝিঁঝিঁ’র আওয়াজ-ও না,
গুরুগুরু মেঘ-ধ্বনি
অন্তহীন হৃদ-নৈঃশব্দ ভেদ করে;
একরোখা কদম ফুলের জুটি
আড়াল পাতায়!
‘সাধের যৌবন ভাইস্যা যায়’!
কখনও খোলাখুলি, কোলাকুলি, মুখোমুখি!
দখলিস্বত্বের তর্কাতীত জঙ্গি-শেষে
শুধুই আলাপ-বদল মেঘামেঘি,
উড়াল মেঘাকাশে ডানা-আঁকা-বৃষ্টি
নক্ষত্রের ঝাড়বাতি নয়,
শুধু কয়েক ফোঁটা করুণা-জল হয়ে ঝরবে
হৃদয়ের আকাশ-মাটি-প্রান্তরে।
যদিও
চাই না, নির্বীজ নির্বিষ বৃষ্টি,
বড় বড় ফোঁটায় ফোঁটায় মেঘ-ছাওয়া বৃষ্টি চাই
হৃদয়ের পেখম জুড়ে।
৩৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার কদম ফুলের উপাখ্যান। সকাল টা মুগ্ধতায় ছুঁয়ে গেল কবিতা, ছবি দুটোই। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
প্রথমে এমন মন্তব্যে মন ভাল হয়েই যায়।
অনেক অনেক ধন্যবাদ।
হালিম নজরুল
আমার কদম প্রিয়, আর আপনার ঝুমবৃষ্টি। কিভাবে মিলল কে জানে! কদম ফুটুক গুচ্ছে গুচ্ছে। সয়লাব হোক হৃদয়ের আঙিনা। কানায় কানায় পূর্ণ হোক প্রেমপ্রত্যশার খা খা হৃদয়।
ছাইরাছ হেলাল
কবির সাথে থাকতে পেরে আনন্দিত। বৃষ্টিতে কদম ফুলের মৌ-মাতাল করা গন্ধ!
শুধুই হু হু করে হৃদয়-মন।
ভাল থাকুন।
মাহবুবুল আলম
হেলাল ভাই বৃষ্টিহীন আষাঢ়ের আগের মতো নেই আর তার রূপ, নেই তার পুরনো গৌবর।
তবু কদমের প্রস্ফুটিত ফুলমঞ্জুরিই যেন আমাদের স্মরণ করিয়ে দেয় আষাঢ়ের কথা। কবিতা ভাল লেগেছে। নিরন্তর শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
অনেক কিছুই হারিয়ে গেছে, শুধু রেশটুকু পড়ে আছে।
সেটুকুতেই বেঁচে থাকা, বেঁচে যাওয়া।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
কামাল উদ্দিন
প্রকৃতি প্রেমিকদের প্রিয় ফুল কদম, আর বর্ষা প্রিয়না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর সেই বর্ষায়ই ফুটে কদম ফুল। একে বলা চলে সোনায় সোহাগা। বৃষ্টি টাপুর টুপুর পড়ুক আর আঝোর ধারায় জড়ুক বৃষ্টিকে আমি ভালোবাসি। কান পেতেছিলাম বলেই জ্যৈষ্ঠ থেকে আজ আষাঢ়ে আসতে পারলাম………শুভ কামনা সব সময় বড় ভাই।
তৌহিদ
বাহ! কে বলেছে আপনি কবিতা বোঝেন না কামাল ভাই? এইতো প্রমান রেখে গেলেন ☺
ছাইরাছ হেলাল
কে বলেছে এমুন কথা! সে এখন অনেক কিছুই বুঝতে পারে!!
কামাল উদ্দিন
গেয়ানী লোকজনের সাথে থাকার প্রভাব এটা😘
তৌহিদ
কামাল ভাই বলেছেন তিনি কবিতা আর কঠিন লেখা বোঝেননা। তাই আমাদের পোষ্ট দেখলে কিঞ্চিত এড়িয়ে যান 😃😃
ছাইরাছ হেলাল
সেই জন্য ই বলছি গ্যানীদের থেকে দূরত্বে থাকুন।
ছাইরাছ হেলাল
আপনার কামাল ভাই আর সেই কামাল ভাই নেই, বুঝতে হবে!
তৌহিদ
সুন্দর উপদেশ ভাইজান। মনে থাকবে।
ছাইরাছ হেলাল
মনে থাকতেই হবে।
ছাইরাছ হেলাল
এই মন্তব্য কৈ পাইলেন! ভাব কিন্তু খারাপের দিকে যাচ্ছে। সাবধান!!!
বৃষ্টিতে মৈ-ঘ্রাণের কদম থাকবে না তা হতেই পারে না।
আপনাকে নিয়ে চিন্তায় আছি!!!!!!
নিরাপদে থাকতে হবে।
তৌহিদ
আরে আমরা আমরাইতো। সবাইকে চা খাওয়ামুনে ☺
ছাইরাছ হেলাল
চা খুব ই উপাদেয়, করোনাকালে!
প্রদীপ চক্রবর্তী
আহা আষাঢ়ের একগুচ্ছ কদমফুল নিয়ে এতো ভালো অনুভূতি প্রকাশ।
ভালো লাগলো, দাদা।
ছাইরাছ হেলাল
আষাঢ় আর কদম-গুচ্ছ দুজনে দুজনার।
শুভেচ্ছা অনেক।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বৃষ্টি নিয়ে অনবদ্য কবিতা। মুগ্ধ হয়েছি। ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি।
ভাল থাকুন।
সুরাইয়া নার্গিস
বৃষ্টি আর কদম ফুল দুটোই আমার প্রিয়।
সব মিলিয়ে কবিতাটা দারুন লাগছে, পড়ে মুগ্ধ হলাম।
ছাইরাছ হেলাল
আমি তো গাছের নীচে কত যে দাঁড়িয়ে থাকি এখন ও!!
সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
এস.জেড বাবু
এই চাওয়া পূর্ণ হলে আমার পুকুর পাড় টা ভেসে যাবে
রৌদ্র চাই
আজ আমি বিরোধী দলে
ছাইরাছ হেলাল
আপ্নার পুকুর ভেসে যাওয়াই উচিৎ, যাক তা ডুবে।
তবুও কদম তার গন্ধ বিলাবে অকৃপণতায়।
সেটিও একটি দল! থাকুক না সেটি।
ভাল থাকুন।
এস.জেড বাবু
পুকুর পাড়ে কদম গাছ আছে। ভেসে গেলে ওরাও যাবে।
কি যে করি !
ছাইরাছ হেলাল
ভাসুক না দু’চারটে কদম বন!
কী আর এমন আসে যায়!
জিসান শা ইকরাম
চাওয়া পুরন হোক,
ছাইরাছ হেলাল
সে প্রত্যাশা সবার হোক।
তৌহিদ
বৃষ্টির সাথে মিশে গিয়েছেন দেখছি! আহা! আপনার মতন করে যদি অনুভব করতে পারতাম।
ভালো থাকুন ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপ্নি আমার থেকেও বেশী মিশে যেতে পারেন,
আমাদের দেখাচ্ছেন না সে মেশামিশি!!
দ্রুত আমাদের জানিয়ে দিন তা।
নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
জোরে বৃষ্টি শুরু হলেই তো সাধারণের সমস্যা।
সেটাও ভাবতে হবে।
কাব্য চলুক, কদম, কেয়া কেতকি ফুটুক
ছাইরাছ হেলাল
কদম কেয়া কেতকি চালু থাকলেই হবে,
অন্য কিছু জানি না। কদম্বের একটি ডাল ই যথেষ্ঠ!
ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
কখনো ভাবি কদম একটা ফুল,
তার সুগন্ধি রাখে কোথায়!
আবার ভাবি কদম হয়তো হবে কোনো ফল,
তাহলে থাকে কই তার মধু/রস?
কদমের পাতা গুলো মেলে থাকে ছাতা হয়ে
তবুও বৃষ্টি গড়িয়ে পড়ে কদমের শীষ ছুঁয়ে;
বৃষ্টির টাপুরটুপুর ছন্দে নয়
পাতার আড়ালে সটকে নয়
সুগন্ধির স্রোতে ভেসে নয়
নয় কোনো মালঞ্চমালার অতিথি হয়ে,
তবে কদম কেন আসে বর্ষাকালে!
কদম তাহলে কি!
ঝরো-ঝরো বর্ষা-জলে
ঝিরিঝিরি বৃষ্টি-রেণুর চাদরে চেপে
তবে কি বর্ষা আসে কদমের খোলে!
ছাইরাছ হেলাল
এ লেখার মন্তব্য এখানে কী করে দেই!
পোস্ট দিয়ে দিন।
তবে বর্ষা আর কদমের কোথায় যেন একটা সুগন্ধ-যোগ আছে,
আপনার লেখা পড়ে তা-ই মনে হচ্ছে।