ওরে খোকা, ওরে খুকি
দেখবি তোরা আয়,
কদম গাছে কেয়া গাছে
ফুল ধরেছে হায়।
ফুলের সাথে পাখির সাথে
ভ্রমর গাইছে গান,
ওরে খোকা ওরে খুকি
শুন না ফেলে কান।
কদমের সাথে কেয়া ফুলের
মধুর হাসি হয়
খোকা খুকি মন খুশিতে
নদে নৌকা বয়।
কদম কেয়া তুলে এনে
নানা খেলা হয়
বর্ষারাণী কদম কেয়া
নানা জনে কয়।
২৭৫জন
১৯১জন
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার ছড়া
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
কদম কেয়া মানেই বর্ষার আগমন
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
হালিমা আক্তার
বর্ষায় চমৎকার ছড়া। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।
হালিম নজরুল
প্রকৃষ্ট প্রয়াস।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল