কথোপকথন ( ৩ )

আরজু মুক্তা ১ ফেব্রুয়ারী ২০২১, সোমবার, ১২:০৫:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

: হ্যালো !  কে বলছেন ?

: আমি !

: আমি কে?  নাম কি?

: আলিফ।

: চিনলাম না।  তো এতো সকালে?  কোন  দরকার?

: আপনি কিন্তু ভালো কবিতা লিখেন!

: সেটা জানাবার প্রয়োজন আছে কি?  প্রশংসা ভালো লাগে না। আপনি মোবাইল নং পেলেন কীভাবে?

: আপনার বাবা আর আমার বাবার প্রতিদিন দেখা হয় সুরভি উদ্যানে। মর্নিং ওয়াকের পার্টনার। ওখানেই বন্ধুত্ব।

: সে তো ওনাদের বন্ধুত্ব। আপনার আর আমার সাথে তো নয়।

: না মানে। আপনার বাবা কাল আমাদের বাসায় এসেছিলেন। কথায় কথায় বিয়ে নিয়ে কথা উঠলো। উনি পাত্র হিসেবে আমায় পছন্দ করেছেন।

: আমাকে তো বাবা কিছু বলেননি?  কিন্তু মোবাইল নং?

: আপনার বাবা মোবাইল দিয়েছিলেন ছবি দেখতে। আমি চুরি করে আপনার মোবাইল নং নিয়েছি। তারপর, ফেসবুক আইডিও দেখলাম।

: এতোদূর এগিয়েছেন?  আইডি দেখে কী বুঝলেন?

: গত ২৫ তারিখের একটা পোস্টে একটা ছেলের সঙ্গে সেলফি দেখলাম !  উনি কি আপনার বয়ফ্রেন্ড?

: ছবি থাকতেই পারে। তাই বলে বয়ফ্রেন্ড আখ্যায়িত করা !! শোনেন, বাবাকে বলবো এই রকম ছেলে আমার পছন্দ নয়। জাজমেন্টাল।  উফ্!

: আরে, শোনেন?  প্রশ্ন তো করতেই পারি।

” আমি তোমার নামে একটা

আকাশ কিনতে চাই।

তারপর একটা সাইনবোর্ডে লিখে দিবো

এখানে পাখিদের ওড়াওড়ি, ঘুড়ি ওড়ানো

কিংবা দানব উড়োজাহাজ উড়বে না।

ইচ্ছে হলেই নামিয়ে নামবো

নীলাকাশ, জোসনা, কিংবা খরতাপ।

মধ্যরাতে ঘুম ভেঙ্গে গেলে

সূর্যকে বলবো ” সূর্যাস্ত নামিয়ে দাও। ”

তারপর কফির সাথে চলবে খুনসুটি ও কবিতা।

: এটা তো আমার কবিতা !  সুন্দর আবৃত্তি করেছেন।

: আরও অনেকগুলো মুখস্থ করেছি।

: আপনি তো ডাক্তার!  এতো সময় কীভাবে পেলেন?

: যার কিছু সব কিছু ভালো লাগে, ঐ যে গলার কালো তিলটি, ঠোঁটের স্মিত হাসি, কিংবা গোলাপি ড্রেসের প্রোফাইল পিক — তার কবিতা ভালো না লেগে যায়?

: কবিতা চর্চা করি মাত্র।  কেউ আমার কবিতা এতো ভালোবাসে এই প্রথম জানলাম।

: আপনি কীভাবে জানলেন আমি ডাক্তার ?

: আপনার মতো —- বাবা মায়ের আলাপ লুকিয়ে শুনে ফেলেছি। এফসিপিএস করছেন। অথচ বিয়ে করেননি এখনও?

: মনের মতো পেতে গেলে, একটু দেরি তো হয়ই।

: পেলেন বুঝি ?

: হুম। হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণের কবিতার বই নিয়ে কাল বাসায় আসবো।

: বাহবা !  পছন্দগুলো ও জানেন দেখছি। সাথে সমরেশের “বাবলি” ও থাক।

আমি কী গোলাপি রঙের ড্রেসে থাকবো?

: সে কী আর বলতে হয় ?

: রাখি।

: আমি অপেক্ষায়…..

 

 

৯৬৯জন ৫৮৭জন
77 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ