কথোপকথন-২

রুমন আশরাফ ১ জানুয়ারি ২০২০, বুধবার, ০২:৫৩:১৭অপরাহ্ন রম্য ২৩ মন্তব্য

-ব্রাদার আছেন?

-জী, আছি।

-আচ্ছা আপনি কি লাইক, কমেন্ট পাওয়ার জন্য ফেইসবুকে পোস্ট দেন?

-জী না ভাই। লাইক, কমেন্ট পাওয়ার জন্য ফেইসবুকে পোস্ট দেই না। আর লাইক কমেন্ট অপশন না থাকলেও ভাই আমি পোস্ট দিতাম। দিতে ভাল লাগে। তবে লাইক কমেন্ট পেলে ভাল লাগে, এটা ঠিক।

-ভাব দেখে তো মনে হয় এসব পাওয়ার জন্যই করেন।

-ও আছা তাই নাকি? আমিতো ভাব দেখাই না। আর আমাকে নিয়ে আপনার ভাবনায় ভুল আছে। ভুল ভাবনা নিয়ে কিভাবে চলেন?

-মানে কি?

-আপনি এর মানেও বুঝতে পারলেন না? তাহলে আমার পোস্ট এর মানে ক্যামনে বুঝবেন?

-আপনি কি রবীন্দ্রনাথ, হুমায়ূন কিংবা সেলেব্রিটি নাকি যে আপনার পোস্ট এর মানে বুঝতে হবে?

-এই তো আসল পয়েন্টে আসলেন। আমি ভাই রবীন্দ্রনাথ, হুমায়ূন না। আবার কোনও সেলেব্রিটিও না। রবীন্দ্রনাথ কিন্তু ফেইসবুক ব্যবহার করতেন না। হুমায়ূন আহমেদ করতেন কিনা জানি না। আর আমার পোস্ট করা নিয়ে আপনার মাথা ব্যাথা কেন বুঝলাম না। আপনার কথা শুনে তো এখন নিজেকে সেলেব্রিটি লাগছে। হা হা হা।

-বলদের মতো হাসেন কেন?

-ভাই বলদ যে হাসতে পারে আপনার কাছ থেকে জানলাম। আগে জানতাম না। হা হা হা।

-মিয়া আপনি এক ডিগ্রি বেশী বুঝেন।

-বেশী বুঝার মাত্রা যে ডিগ্রী দিয়ে প্রকাশ হয় এটাও জানা ছিল না। তো কার চেয়ে এক ডিগ্রী বেশী বুঝি? আপনার চেয়ে? হা হা হা।

-আবার হাসেন। লজ্জা করে না?

-না ভাই লজ্জা করে না। লজ্জার জায়গা তো ভাই ঢেকে রেখেছি।

-ধুর মিয়া। যান ফুটেন।

-ভাই আপনিই তো ডেকে আমার সাথে চ্যাট করলেন। ডেকে এনে অপমান করছেন।

-আপনার মান সম্মান কিংবা অপমানবোধ আছে নাকি? থাকলে তো চলেই যেতেন।

-আপনার সাথে বাকচিত করতে বড্ড ভাল লাগছে তাই যাইনি। তবে চলে যেতে যেহেতু বলেছেন, এবার যাবো। আর যাবার আগে একটা কথা বলে যাই। আপনি মানুষটা কিন্তু মজার, মানে একটু জোকার টাইপের। হা হা হা।

-মানে কি? কি বলছেন এসব?

(আমি আর কোনও উত্তর দিলাম না। বিদায় তো নিয়ে নিয়েছি। লোকটা তবুও ম্যাসেজ দিয়ে যাচ্ছে। আমি সিন করে যাচ্ছি)

-কি মিয়া চুপ ক্যান? আমাকে জোকার বললেন কেন? কি হল? ঐ মিয়া। আপনার খবর করে ছাড়বো। দাঁড়ান।

(আমি তবুও চুপ থেকে গেলাম। লোকটিকে আনফ্রেন্ড কিংবা ব্লক করলাম না। লোকটি কি খবর করে দেখার অপেক্ষায় রইলাম......)

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ