– ভাই ফেইসবুকে এতো বেশী লেখেন ক্যান?
– কই আমিতো লেখি না। টাইপ করি। টাইপ কইরা পোস্ট করি।
– ঐ একই কথা।
– কথা এক হইলো ক্যামনে? লেখতে গেলে তো কাগজ কলম লাগে। আর এখানে করতে হয় টাইপ।
– আচ্ছা বুঝলাম। তা আপনার এসব আজাইরা পোস্ট কে পড়ে?
– এই যে আপনে পড়েন।
– আমি পড়ি এইডা আপনেরে কে কইলো?
– কেউ কয় নাই কিন্তু আমি জানি। না পড়লে তো আর এসব ব্যাপারে জিগাইতেন না। পড়েন বইলাই তো “আজাইরা” বিশেষণটা দিতে পারলেন।
– আপনেরে নক করাটাই ভুল হইছে। আপনের সাথে কথা বলাটাই অবান্তর।
– কথা বলতাছেন কই? চ্যাটিং করতাছেন। তবে আপনে চাইলে আমি আপনে ভয়েস কিংবা ভিডিও কলে কথা কইতে পারি।
– আমার এতো শখ নাই ভয়েস কিংবা ভিডিও কলে কথা বলার।
– আমারও শখ নাই এমনে টাইপ কইরা চ্যাট করার।
– তাইলে আপনে ভাগেন।
– নক করলেন আপনে। আমি ভাগমু ক্যান? আপনে ভাগেন। আমিতো আমার মতো আমার জায়গায় আছিলাম। আপনে নক কইরা আইছেন আমার কাছে। ভাগলে আপনে ভাগেন।
– গেলাম। আর কোনদিন আপনেরে নক করমু না।
– কোনোদিন নক না করলে কোনোরাতে নক দিতে পারেন ইচ্ছা করলে। আমি রাইতেই বেশী ফ্রি থাকি।
(অতঃপর তিনি প্রস্থান করিলেন। আমিও আমার মতো নিজের ওয়ালে চিকা মারিতে থাকিলাম।)
২৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
😋😋😋😋 সুন্দর কথোপকথন। শুভ কামনা
রুমন আশরাফ
ধন্যবাদ দিদি। আপনার প্রতিও শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
দারুণ দারুণ 👏👏
রুমন আশরাফ
ধন্যবাদ পারভীন আপু।
সঞ্জয় মালাকার
😄😄😄😄 দারুণ কথোপকথন।
রুমন আশরাফ
ধন্যবাদ দাদা।
মোঃ মজিবর রহমান
নক করে নকলা, আছাঈড়া প্যাচাড় করে বেকামুইরা।তই ভালই রসিক রুমন ভাই।
রুমন আশরাফ
হা হা হা। ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
ফেসবুকে এত্ত কিছু হয়!
ক্যামনে কী! কিছুই বুঝতে পারলাম না।
খুশির ঠ্যালায় ঘোরতে!
রুমন আশরাফ
হা হা হা।
সুপায়ন বড়ুয়া
ডায়লগটা মন্দ না
হাসি হাসলেও
বলবো না।
শুভ কামনা
রুমন আশরাফ
আপনার প্রতিও শুভ কামনা রইলো।
ত্রিস্তান
হায় হায় হায়…এসব দেখলে মাল কিন্তু চ্যাটিং এর উপর আলাদা কর বসাইবো…😜😜
রুমন আশরাফ
হা হা হা
ফয়জুল মহী
অনুপম, ♥♥।
রুমন আশরাফ
ধন্যবাদ।
আরজু মুক্তা
ওরে বাবারে। চ্যাটিং এ আমি নাই😂
রুমন আশরাফ
হা হা হা
মনির হোসেন মমি
হা হা হা হাসির খোরাক তবে একদম বাস্তব।এমনটি হয় অনেক সময়।
রুমন আশরাফ
ঠিক তাই। ধন্যবাদ মনির ভাই।
ইসিয়াক
অন্যরকম ভালো লাগা্।
শুভকামনা রইলো।
রুমন আশরাফ
ধন্যবাদ ইসিয়াক ভাই। ভাল থাকবেন।
হালিমা আক্তার
সত্যি এভাবে ভাবা হয়নি। ফেসবুকে আমরা লিখিনা। শুধু টাইপ করি। শুভ কামনা।