কথোপকথন-০৩

রুমন আশরাফ ১ ফেব্রুয়ারী ২০২০, শনিবার, ১১:০৭:০১অপরাহ্ন রম্য ২৩ মন্তব্য

– ভাই ফেইসবুকে এতো বেশী লেখেন ক্যান?
– কই আমিতো লেখি না। টাইপ করি। টাইপ কইরা পোস্ট করি।
– ঐ একই কথা।
– কথা এক হইলো ক্যামনে? লেখতে গেলে তো কাগজ কলম লাগে। আর এখানে করতে হয় টাইপ।
– আচ্ছা বুঝলাম। তা আপনার এসব আজাইরা পোস্ট কে পড়ে?
– এই যে আপনে পড়েন।
– আমি পড়ি এইডা আপনেরে কে কইলো?
– কেউ কয় নাই কিন্তু আমি জানি। না পড়লে তো আর এসব ব্যাপারে জিগাইতেন না। পড়েন বইলাই তো “আজাইরা” বিশেষণটা দিতে পারলেন।
– আপনেরে নক করাটাই ভুল হইছে। আপনের সাথে কথা বলাটাই অবান্তর।
– কথা বলতাছেন কই? চ্যাটিং করতাছেন। তবে আপনে চাইলে আমি আপনে ভয়েস কিংবা ভিডিও কলে কথা কইতে পারি।
– আমার এতো শখ নাই ভয়েস কিংবা ভিডিও কলে কথা বলার।
– আমারও শখ নাই এমনে টাইপ কইরা চ্যাট করার।
– তাইলে আপনে ভাগেন।
– নক করলেন আপনে। আমি ভাগমু ক্যান? আপনে ভাগেন। আমিতো আমার মতো আমার জায়গায় আছিলাম। আপনে নক কইরা আইছেন আমার কাছে। ভাগলে আপনে ভাগেন।
– গেলাম। আর কোনদিন আপনেরে নক করমু না।
– কোনোদিন নক না করলে কোনোরাতে নক দিতে পারেন ইচ্ছা করলে। আমি রাইতেই বেশী ফ্রি থাকি।

(অতঃপর তিনি প্রস্থান করিলেন। আমিও আমার মতো নিজের ওয়ালে চিকা মারিতে থাকিলাম।)

৬১১জন ৫০১জন
3 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ