কথোপকথনঃ ১

রুমন আশরাফ ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১০:৪১:২৪পূর্বাহ্ন রম্য ১৬ মন্তব্য

-ভাই একটা কথা জিগামু যদি রাগ না করেন?
-জিগান কি জিগাইবেন।
-না কইছিলাম কি আপনি কি সারাদিন ফেইসবুকেই থাকেন?
-না ভাই আমি সারাদিন ফেইসবুকে থাকি না। আর ফেইসবুক তো থাকার জায়গা না।
-আপনারে সবসময় ফেইসবুকে দেখি আমি।
-খুশী হলাম আমাকে ফেইসবুকে দেখেন বলে। সরাসরি দেখার সুযোগ তো হয় না আপনার, তাই ফেইসবুকই ভরসা। ফেইসবুকের প্রোফাইলে আমার ছবি আছে। আমাকে ওখানে দেখাটাই স্বাভাবিক।
-ভাই আপনি অনেক ঘনঘন পোস্ট করেন। আমি এটাই বলতে চাইছি।
-জী ভাই আমি ঘনঘন পোস্ট করি। কিন্তু এতে কি আপনার কোনও ক্ষতি হচ্ছে ভাই?
-না ভাই ক্ষতি হচ্ছে না। কিন্তু এতো বেশী পোস্ট করেন যে বিরক্ত লাগে আমার।
-কেন বিরক্ত লাগে ভাই? আমি কি আপনাকে নিয়ে কিছু লিখি কিংবা আপনাকে গালাগালি করি?
-না ঠিক তা না। তবে আমার নোটিফিকেশন ভরে যায়। তাই একটু বিরক্ত লাগে।
-আপনি চাইলে তো আমাকে আনফলো করতে পারেন কিংবা নোটিফিকেশন অফ রাখতে পারেন। তাহলেই তো ঝামেলা চুকে যায়। তা আপনি আমার মতো ঘনঘন পোস্ট করেন না কেন?
-আমার ভাল লাগে না পোস্ট করতে। আর কি লিখে পোস্ট করবো বলেন? আমিতো তেমন কিছু পারি না লিখতে।
-লিখতে না পারলে কিংবা পোস্ট করতে ভাল না লাগলে ফেইসবুকে আপনিও এতো বেশী বেশী কেন আসেন জানতে পারি?
-অন্যের পোস্ট দেখতে আসি। পড়তে আসি। চ্যাটিং করতে আসি।
-অন্যের পোস্ট দেখতে আসেন তাহলে তো হয়েই গেলো। অন্যদের মাঝে তো আমিও আছি। তাহলে সমস্যা কি?
- ঐযে বললাম নোটিফিকেশনের যন্ত্রণা।
-তাইলে এক কাম করেন। আমারে সরাসরি ব্লক মারেন। আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম।
-ভাই এখানে ব্লকের কথা আসতেছে ক্যান?
-আমি ঘনঘন পোস্ট দিমু। আপনের নোটিফিকেশন ভইরা যাইব। আপনি বিরক্ত হইবেন। আর আমিতো ঘনঘন পোস্ট দেয়া বন্ধ করমু না। আমি দিতেই থাকমু। সো আমারে ব্লক দিলে আমার পোস্ট আপনে আর পাইবেন না। আমারে নিয়া অন্যদের কাছে সমালোচনাও করতে পারবেন না। তাইলে আমিও বাইচা গেলাম, আপনিও বাইচা গেলেন। আপনে যে আমারে নিয়া অনেকের কাছে আজেবাজে কথা কইছেন এইডা কইলাম আমি জানি। অহন কন ব্লকটা কি আমি আপনেরে করমু নাকি আপনে আমারে করবেন?

(কথোপকথনের এখানেই সমাপ্তি ঘটলো। অতঃপর তাকে আর পাওয়া গেলো না। আমি ব্লক খাইলাম)

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ