কথা ছিলো, কথা থাকে

আগুন রঙের শিমুল ১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ১০:১৭:৪২অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

তোমার নগরে পা রাখবার দিন -
খুব যতনে বাঁচিয়ে রাখা স্বপনবেশে,
তোমার নগরদ্বারে আমি দাড়ালে এসে -
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবে ; কথা ছিলো।

অয়ি লাবণ্যপুঞ্জ - তুমি খুলে দেবে রুদ্ধ দুয়ার,
আমি ও আমার ব্যাথার সরিৎ ঝরবো একাকার -
তুমি ; বহুকালের তাপদাহ সে ধারাজলে,
ধুয়ে নেবে একবার ; কথা ছিলো।

তারপর,
চিরতরে বিলীন শুন্যতায় হারাবো -
ভেবোনা তা বলে থাকবোনা আমি,
তোমার একাকীত্ব জুড়েই আমি রয়ে যাবো।

অতঃপর,
যে ঠিকানায় ভালোবাসার বার্তা আসার কথা -
সেই ঠিকানা খেয়েছে কুরে সময় দানব।
এই ঠিকানায় আমার শেকড় নেই,
এইখানেতে আমি আগন্তুক -
এই এখানেই মধ্যরাতে হেটে বেড়াই, একা ; নির্বান্ধব।

আর তুমি, সময়ের মতো - অধরা এবং নির্বিকার ।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ