কথা চালাচালি

রেহানা বীথি ১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১০:৪৮:১১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

"আমি বেশ ভুলোমনের, বাউণ্ডুলে, ছন্নছাড়া....
এই পাগল গোছের আর কী!"

নিজের সম্পর্কে এমন কথা কারও মুখে শুনলে মুখ বেঁকিয়ে বলতেই পারি আমরা, এঁহ্, হুঁশে তোমার মতো পাকা আর কে আছে হে, নিজেরটা তো বুঝে নাও ষোলআনাই, অন্যের বেলাতেই হুঁশ হারিয়ে পাগল !

এ প্রসঙ্গে ছোট্ট একটি গল্প বলি ---
একবার কোর্টে এক আসামীর জামিন শুনানি হচ্ছে। আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবী বিচারককে বোঝানোর চেষ্টা করছেন যে আসামী মানসিক ভারসাম্যহীন বা পাগল। একপর্যায়ে বিচারক আসামীর কাছে জানতে চান, সে আসলেই পাগল কিনা। উত্তরে আসামী কাঁদো কাঁদো গলায় জানায় যে সে সত্যিই পাগল। তৎক্ষণাৎ তার জামিনের আবেদন নামঞ্জুর হয়। কারণ, কখনও কোনও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি স্বীকার করবেই না যে সে পাগল।

রঙিন এই ধরনীতে প্রাণ আছে যার সে-ই প্রাণী। কিন্তু মন নাকি শুধু মানুষেরই আছে। মানে বোধবুদ্ধি কেবলমাত্র মানুষেরই আছে। আর সেই সাথে আছে বোধবুদ্ধি কাজে লাগিয়ে মনের ভাব প্রকাশ করার উপায়। শব্দ করতে সক্ষম অনেক প্রাণীই, কিন্তু সেই শব্দকে নির্দিষ্ট ছকে ফেলে মনের মোক্ষম ভাবটির প্রকাশ, অর্থাৎ কথা বলার ক্ষমতা একমাত্র এই মনুষ্যজাতিরই আছে। তো এই মনুষ্যজাতি কথা বলার ক্ষমতা তার নিজের ইচ্ছেমতো প্রয়োগ করে মনের সাধ মেটায়। কেউ কেউ অনর্গল কথা বলে, কেউ স্বল্পভাষী, কেউ মাঝামাঝি। কেউ কেউ কথা বলতেই চান না, "দশ চড়ে রা কাড়ে না" এই গোছের। এদেরকে নিয়ে আবার সমস্যার অন্ত নেই। রা কাড়েন না বটে, তবে সব প্রশ্নের উত্তরে এরা আবার চোখের ভাষা কিংবা ঠোঁটের মৃদু হাসিকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এ কারণে তাদের আশেপাশে যারা থাকেন তাদের যদি গভীর পর্যবেক্ষণ ক্ষমতা না থাকে, তাহলে ওই চোখের ভাষা আর ঠোঁটের হাসির মর্মদ্ধার করা শুধু মুশকিল হি নেহি, না-মুমকিন ভি হ্যায়!

যাইহোক, কথা দিয়ে, কথা নিয়ে, তর্কাতর্কি করে আমরা আনন্দ পাই, সময় কাটাই। আর ভাব ভালোবাসার সম্পর্কও তো গড়ে ওঠে কথা বলে বলেই। এই কথা বলতে গিয়ে কেউ নিজেকে ভুলোমনা, ছন্নছাড়া, পাগল টাগল দাবি করছে, কেউ আবার দেখাতে চাইছে সে খুব বুদ্ধিমান। সব আপন আপন মর্জি। বলি কথা অনর্গল, কিন্তু কাউকে আঘাত করে নয়। আমাদের একটি ভালো কথা হয়তো সহজেই ভুলে যাবে কেউ, তবে আঘাত মুছে যায় না সহজে। মন তা মনে রাখে সুদীর্ঘকাল।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ