কোথায় ঘুমায়

আলমগীর সরকার লিটন ১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ১১:৩৩:২৮পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

সমুদ্রের জল দেখে দেখে
কান্নামাখা চোখ, শেষ করি-
সবুজের প্রেমও নীলা দেখে
রঙিন হই- রাতদুপুর ফুরাই-
আর হরেক সদায় পান করি-
ভবঘরে কি নিঠুর শব্দ বুনায়-
মরে গেলে জানবো না- কোথায়
হবে- ঘর বাড়ির- শেষ ঠিকানা;

কে বা দিতে প্রথম মাটির ছোঁয়া
কে বা কবে জগত খাঁটি, বেশ মায়া
হাসতে জানে না- চন্দ্র তারা- জোনাক
জ্বলে না- উঠন পারে, যত কষ্ট আরি!
কে বা করে দর্শন- কে বা দেখে দর্পণ
তবুও ফুরায় না- জল শুকনো বড়াই-
নদী সমুদ্রে ভাসাই হরেক রকম সদায়-
মরে গেলে জানবো না- কোথায় ঘুমায়।

০৪ মাঘ ১৪২৬, ১৮ জানুয়ারি ২১
----------------------------------

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ