
যত্রতত্র কথা বিলাই
আমি কথার ফেরিওয়ালা
হরেক রকম কথা আছে
নিবে কে এই বেলা?
কথার মালা নিতে হলে
ফেসবুকটা খোল
হোকনা বয়স ৮০ কি ৯০
কিংবা কুড়ি ষোল।
কথা শুনে কেউ হাসে
কেউ হয় রাগ
কেউ আবার কান্না জুড়ে
কেউ বা হতবাক।
রাজনিতীর কথা আছে
আছে ধর্মকথা
হিজিবিজি কথাও আছে
কেউ বলে যা তা।
আস্তিক নাস্তিক দন্দ্ব কথার
ডিমান্ড খুবই ভারি
হাজার লাইক এর বহর শুধুই
কমেন্টসে জারিজুরি।
কথার কথা অনেক আছে
কেউ করে না মাইন্ড
বেফাস কথা চাউর করি না
নইতো আমি ব্লাইন্ড্
ফেসবুকে নজরদারী
ফাও কথা বাদ
বলতে হবে জয় বাংলা
নো জিন্দাবাদ।
তোষামদি কথা দিয়ে
সবার দিল খুশ
কথা হবে মিষ্টি মধুর
যেনো লেবেনচুষ।
কথা নিয়ে কারবার আমার
কথা ঘুরে দেশ বিদেশ
কথার ওয়েব ফেরিওয়ালা আমি
মরনেই কথার শেষ।
৮টি মন্তব্য
হালিম নজরুল
অনেক কথার কবিতা। ধন্যবাদ
আতা স্বপন
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
বাপরে কথার ফেরিওয়ালা তো কথার বহর নিয়ে হাজির। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
আতা স্বপন
————ধন্যবাদ———-
আরজু মুক্তা
কথার ফেরিওয়ালা।
ভালো লাগলো
আতা স্বপন
========ধন্যবাদ========
ফয়জুল মহী
মনোহর ও মনোরম লেখনী
আতা স্বপন
(((((((((((((((((((((ধন্যবাদ))))))))))))))))))))))