কত কি-ই তো কথা ছিল

রিমি রুম্মান ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১১:৫৫:২৪পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

12650329_1015446071858775_823651127_n [640x480]
আমার প্রিয় যে উঠোনে তোমার আসবার কথা ছিল, সেখানে
বড় কালো পাথরটিতে বসে রাতভর জ্যোৎস্না দেখবার স্বপ্ন ছিল
গোলাপি কৃষ্ণচূড়ার নীচ দিয়ে হেঁটে যেতে যেতে
এতকালের জমানো গল্পগুলো শুনাবার কথা ছিল
শুকনো ঝরা পাতার উপর দিয়ে পা মাড়িয়ে যেতে যেতে
জীবন থেকে হারিয়ে যাওয়া বারোটি বসন্তের গল্প শুনবার কথা ছিল
সে উঠোনে আজ এক হাঁটু শুভ্র তুষার
এখানে কেমন করে আসবার নিমন্ত্রন করি তোমায় ?
এর চেয়ে বরং আরেকটি বসন্তই না হয় অপেক্ষায় থাকি
আমাদের কত কি-ই তো কথা ছিল !

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress