আমার প্রিয় যে উঠোনে তোমার আসবার কথা ছিল, সেখানে
বড় কালো পাথরটিতে বসে রাতভর জ্যোৎস্না দেখবার স্বপ্ন ছিল
গোলাপি কৃষ্ণচূড়ার নীচ দিয়ে হেঁটে যেতে যেতে
এতকালের জমানো গল্পগুলো শুনাবার কথা ছিল
শুকনো ঝরা পাতার উপর দিয়ে পা মাড়িয়ে যেতে যেতে
জীবন থেকে হারিয়ে যাওয়া বারোটি বসন্তের গল্প শুনবার কথা ছিল
সে উঠোনে আজ এক হাঁটু শুভ্র তুষার
এখানে কেমন করে আসবার নিমন্ত্রন করি তোমায় ?
এর চেয়ে বরং আরেকটি বসন্তই না হয় অপেক্ষায় থাকি
আমাদের কত কি-ই তো কথা ছিল !
Thumbnails managed by ThumbPress
২৪টি মন্তব্য
পারভীন সুলতানা
সুন্দর
রিমি রুম্মান
অনেক শুভকামনা…
হতভাগ্য কবি
আহা এক্কেবারে মনের কথা মনের মতন করে লিখেছেন, ধন্যবাদ কবি। লেখায় মুগ্ধতা -{@
রিমি রুম্মান
অনেক ভাল থাকুন।
শুভকামনা নিরন্তর। -{@
হতভাগ্য কবি
😀 (y)
রুহুল
আপনি বোধহয় ঐদিকেই থাকেন। এটা কি আপনার উঠোনে পড়া বরফগুলোর জন্য কষ্টের লেখা। নাকি সত্যি তাকে আমন্ত্রণ ^:^ ^:^ ^:^ মাথা চুলকায় ক্যা 🙁
রিমি রুম্মান
হ্যাঁ আমি এদিকেই থাকি। এটি আমার প্রিয় উঠোন। কালো বড় পাথর, যেখানে বসে বন্ধুদের বিয়ে বৈকালিক সময়টুকু পার করি, সেই পাথরটি তুষারে ডুবে আছে। আপনাকেও নিমন্ত্রন। :T
ইমরান হাসান
এতকালের জমানো গল্পগুলো শুনাবার কথা ছিল
শুকনো ঝরা পাতার উপর দিয়ে পা মাড়িয়ে যেতে যেতে
জীবন থেকে হারিয়ে যাওয়া বারোটি বসন্তের গল্প শুনবার কথা ছিল
সে উঠোনে আজ এক হাঁটু শুভ্র তুষার
এভাবেই সময়গুলো আসলে চলে যায় আর রেখে যায় স্মৃতি ।
রিমি রুম্মান
আমাদের কত কি-ই তো কথা থাকে। সব স্বপ্ন কি আর পুরন হয় ?
সময় এগিয়ে যায় সমাপ্তির দিকে…
ভাল থাকুন। শুভকামনা …
অনিকেত নন্দিনী
কতোকিছুই করার কথা থাকে, সব আর পূরণ হয় কই? 🙁
আরেক বসন্তের অপেক্ষায় থেকে থেকে জীবনের সব বসন্ত চলে যায়, সব রঙ চলে যায়, অপেক্ষা ফুরোয়না। 🙁
রিমি রুম্মান
ঠিক বলেছেন।
তবুও কি থেমে থাকে কিছু সময়ে ?
ভাল থাকুন। শুভেচ্ছা -{@
অনিকেত নন্দিনী
কিছুই থেমে থাকেনা। বহতা নদীর মতো সবই বয়ে যায় – জীবন বয়ে যায় জীবনের আপন নিয়মে। 🙁
অরুনি মায়া
আর কোন অপেক্ষা নয় আপু | তাকে ডেকে এনে ঐ তুষারের মাঝে জোর করে বসিয়ে না বলা গল্প গুলো বলে ফেলুন | সময়কে বেঁধে রাখা যায়না | সময় আবারো ফিরে আসবে সে আশাও করা যায়না |
রিমি রুম্মান
না গো এই তুষারে না হয় না-ই আসুক।
আরেকটি বসন্ত না হয় অপেক্ষায় থাকি। 🙂
অরুনি মায়া
ইশ কত্ত দরদ 🙂
জিসান শা ইকরাম
না এই বরফের মাঝে নিমন্ত্রণ না করাই ভালো
ঠান্ডা লেগে গেলে আপনার বাসায় উঠে যাবে 🙂
রিমি রুম্মান
বেশ বলেছেন। অরুনি মায়া আপু কেমন নিষ্ঠুরের মত করে বললো ! 😀
জিসান শা ইকরাম
যার নাম মায়া, তিনি নিষ্ঠুরের মত বললেও কিছু আসে যায় না
দিন শেষে তিনি মায়াই 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমাদের কত কি-ই তো কথা ছিল !
জীবনটাই এমন যা হবার নয় তাই হয়
আশাগুলো স্মৃতি হয়ে
হৃদয়কে নিংড়ায়
-{@ -{@
রিমি রুম্মান
ঠিক বলেছেন।
ভাল থাকুন অনেক।
শুভকামনা…
শুন্য শুন্যালয়
না না আর অপেক্ষা নয় আপু। এক হাঁটু তুষারের উপর জ্যোৎস্নার আলো এসে পড়বে, ইশ সে আলোয় গল্পগুলো চিকচিক করে উঠতে দেখলাম। আমাদের কত কি-ই তো কথা ছিল, আবারো জমবে কথা। তখন না হয় আবারো এক বসন্তে হবেখন—
রিমি রুম্মান
আমরা না হয় আরেকটি বসন্ত অপেক্ষা করি বিগত বারোটি বসন্তের গল্প শুনবার জন্যে… 🙂
নীলাঞ্জনা নীলা
কথাগুলো আসলে কথা হয়েই থেকে যায়।
তবে থাকে বলেই তো ভাবনায় জড়ো হতে পারে।
রিমি রুম্মান
তুমি কেমন আছো নীলা’দি ?