
গত মাসের প্রথম সপ্তাহে সোনেলা থেকে ঘোষণা আসলো। মাসের সেরা ব্লগার নির্বাচিত করা হবে। নিঃসন্দেহে এটি একটি চমৎকার উদ্যোগ। ব্লগে বেশ ভালই ঝিমুনি চলছিল। যাক কড়া চায়ে ঝিমুনি কাটলো। আপাতত ঘুম ঘুম ভাব বিদায় নিয়েছে। সোনেলার পাতায় সতেজতার ঘ্রাণ পাওয়া যাচ্ছে।
মন বলে উঠলো দেখ পারিস কিনা। মনের কথা অগ্রাহ্য করার সাধ্য কার। ভাবলাম প্রথম তিনে থাকলেই হলো। প্রথম মনে হচ্ছিল বোরহান ভাই এগিয়ে থাকবে। নিয়মিত ব্লগে থাকার চেষ্টা করলাম। ইচ্ছে টা জোড়ালো হলো। খুব একটা ভালো লিখি না। তবু চেষ্টা করলাম। সোনেলা কে ধন্যবাদ কলমের খরা কাটিয়ে দেবার জন্য। বিনম্র শ্রদ্ধা আরজু আপার প্রতি। যিনি আমাকে সোনেলায় লেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন। ধন্যবাদ সহ ব্লগারদের। যারা মন্তব্য করে সর্বদা অনুপ্রাণিত করেন। সেই সাথে অভিনন্দন সাবিনা ইয়াসমিন ও রোকসানা খন্দকার আপাকে।প্রথম হবার ইচ্ছায় দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। এবার কিছু টা বিশ্রাম।
ছবি সংগ্রহ-নেট থেকে।
১২টি মন্তব্য
রিতু জাহান
গঠনমূলক মন্তব্যটা জরুরী। ব্লগের এটাই বড় কথা।
ফেবুতে একটা লেখায় আলোচনা কম হয় কিন্তু ব্লগে সে সুযোগটা থাকে।
প্রথম হওয়াতে অভিনন্দন আপু।
লিখে চলুন নিয়মিত,,,
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো। শুভ রাত্রি।
সাবিনা ইয়াসমিন
সবই ভালো লাগলো কিন্তু শেষে এটা কি লিখলেন! বিশ্রাম মানে? উহু কোন বিশ্রাম নেয়া যাবে না। আরও অনেক লিখতে হবে আর অনেক অনেক কমেন্ট দিয়ে এভাবেই এগিয়ে থাকতে হবে।
প্রয়াত ব্লগার আরজু মুক্তার জন্য আমরাও দোয়া করি, আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুন। আমিন।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
মাঝে মাঝে বিশ্রাম নিতে ভালো লাগে। আসলে সময় করতে পারিনা। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
লিখে চলুন আপু!
সব সময়ের জন্য শুভ কামনা রইল আপনার প্রতি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাই। শুভ রাত্রি।
রোকসানা খন্দকার রুকু
মনে নেই মেলায় কেমন হাত ধরে এ মাথা ও মাথা দৌড়ানী দিয়েছিলাম। আপনি পারেন এটা নিঃসন্দেহে সত্য। আপনার পেছনে আমাকে তো কম দৌড়াতে হয়নি।😭😭 বাপরে বাপ ঘুম থেকে উঠে দেখি “হালিমা আপা জিন্দাবাদ” 🥰
কিছুদিন ব্লগে ১টা মন্তব্য আমি তবুও লিখতাম। আপনিও লিখতেন। এটাই আমাদের পাওয়া।।।শুভকামনা অশেষ!!
হালিমা আক্তার
দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠি। তাই মাঝে একটুখানি বিশ্রাম নিতে হয়। না হলে আবার দৌড়াবো কেমনে। বই মেলার কথা খুব মনে আছে। শুধু দৌড় না, আমি জোরে হাঁটতে পারি। আমার গতির সাথে অনেকেই পারবে না। ধন্যবাদ ও শুভকামনা রইলো আপা।
নার্গিস রশিদ
খুব ভালো বলেছেন আপু। বিশ্রাম নিলে চলবে না। এভাবেই চলতে থাকুক। শুভ কামনা অনেক।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপা। শুভ রাত্রি।
ছাইরাছ হেলাল
আরজু মুক্তার দান এখানে অপরিমেয়, আল্লাহ তাঁকে জান্নাতে দাখিল করবেন
এ আশা ই রাখি।
কী করে যে প্রথম হয় সেটা কিন্তু বলেন নি। আমাদের ও তো কিছু একটা হতে ইচ্ছে করে।
তবে শুনুন, বিশ্রাম মানি না, মানবো না।
লেখা আর মন্তব্য দু’ই চাই।
হালিমা আক্তার
আল্লাহ আরজু আপাকে জান্নাত বাসী করুন।
ভাই দৌড়াইছি।আর দেখছি পিছনে কে আছে। আপনি তো ভালো এগিয়ে গিয়েছিলেন। পরে থেমে গেলেন। ধন্যবাদ ও শুভকামনা রইলো।