কচুরিপানা

সুপর্ণা ফাল্গুনী ২২ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০৯:২৯:০০অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

স্মৃতির নদীতে ভেসে চলা
আমি এক কচুরিপানা।
ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে
আমার হৃদয় আঙ্গিনায়।
কত নদী-মোহনার মিলনমেলা
জড়িয়ে আছে হৃদয় সঙ্গমে।
কত জলযান বুক চিরে রক্তাক্ত করলো;
রক্তের ঝর্ণাধারায় তবুও আমি বেঁচে আছি-
নব দিগন্তের আশায়।
পথ হারিয়ে খুঁজি আরেক পথ;
রৌদ্রের খরতাপে দেহখানি পুড়ে যায়;
বৃষ্টি ধারায় সিক্ত হয় অজানা স্বপ্নরাশি।
কখনো হারাই আনন্দ-ঝর্ণাতে
ময়ূরপঙ্খী ডানা মেলে;
আবার কাঁদি বেদনার মেঘমালাতে।
কতজনে কত খেলা খেললো-
নিরুত্তাপ হয়ে শুধুই অবলোকন করে গেলাম।
হাজার কথা ঘুরে ফিরে মনে আসে বারবার;
কোথায় ছিলাম! কোথায় যাবো? আমি যে যাযাবর।।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ