কঙ্কাবতী ও কফি

ছাইরাছ হেলাল ৭ মার্চ ২০১৭, মঙ্গলবার, ০৮:১৯:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৬ মন্তব্য

ডেকেছে কঙ্কাবতী কফি খেতে, আনন্দ আতিশয্যে আগে গিয়ে ঠায় দাঁড়িয়ে থাকা, বসে বসে বা পায়চারীতে অপেক্ষা-প্রহর গুনতে থাকা, এটা –ওটা খাওয়া। অনন্ত সময়ের জগদ্দল পাথর ঠেলে ঠেলে হাপিত্যেশ করা, শেকড় গজিয়ে বটগাছ, ঝুড়ির আড়ালে প্রায় আড়াল হওয়া।
ফেসবুক হাতালে মন্দ হয় না, ফাঁকা বাক্সে উঁকিঝুঁকি দেয়া!! পকেট হাতড়ে দেখি হাওয়া হাওয়া,
আনিনি ওখানা!!
হঠাৎ বয়ে গেল যেন জ্বীনবাতাসের হাওয়া, আচমকা ঠাণ্ডায় হাঁসফাঁস, ও কিছু না, পকেট হাতড়ে তুলে নেই কাগজ কলম, আচ্ছা কার্টুন আঁকলে কেমন হয়, নিজেকে নিজে!! আরে কার্টুন কোথায়!!
এ দেখছি মামদো ভূত!!

আচমকা টেকো মাথায় চাটি খেয়ে চমকে তাকাই,
উরিব্বাস!! ঝর্ণার রিনিঝিনিতে শুনতে পাই
“I am in disguise” বাবা-সোনা;

কফি চাই, কফি চাই, বরফ কফি চাই। ওয়েটার জানায়, এখানে নাকি তা নেই!!

নেমে আসি চিপা রাস্তায় একাকী, যানজটে অস্থির সবাই, দু’রিক্সার গিট্টু, একটির সামনের চাকা অন্যটির পাশের চাকায়, খুলছে না কিছুতেই, দু’টিতে মুখোমুখি, অচেনা অপরিচিত দু’জনা, একটু পরেই ‘বাবুর’ মুখে হেসে উঠল দু’দিকের ডিজিটাল মেলবন্ধনে!!
গুট্টু খুলে গেলে এক লাফে রাস্তা পাড় হয়ে  টং দোকানে,

মামা, আগুন আগুন চা দেও, এক কাপ, দু’কাপ, না পুরাই তিন কাপ, আগুন গরম;
চা মামা তাকায়, এদিক-ওদিক;

************************************************************************
‘অনুনয়’ যে কোথায় লাগাই!!!!!

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ