আকর্ণ তৃষ্ণায় উৎকন্ঠিত থাকে কর্ণ...
পায়ের আওয়াজ যদি আসে!
অলস দুপুরের চাদর ভর্তি আলস্যি
আর প্রিয় কবিতার প্রেম।
নিপাট শব্দেরা ফাঁকি দিয়ে যায় বারবার বাতাসের বায়নায়।
আঙুলগুলো ছুঁয়ে থাকে স্মৃতীর
ডায়েরী। চোখের কোনে জমে শরতের মেঘ ভাঙা বৃষ্টি!
কতটা সময় পেরোলে ফুরাবে
পথের দৈর্ঘ?
চৌকোনা কাঠের ঘরে পায়রার প্রহর গোনা। মেলতে চায় পাখনা মেঘ শেষের আকাশে।
আকর্ণ কর্ণ উৎকন্ঠায় গোনে প্রহর।
স্মৃতীর ডায়রীর পৃষ্ঠা
হলদেটে বিবর্ণ হবার আগে...
আরেকবার লিখতে চাই
গোটা কয়েক প্রেমের কবিতা।
Thumbnails managed by ThumbPress
২১টি মন্তব্য
হিমু ভাই
বাহ, খুব সুন্দর লিখেছেন । ক্যারি অন ।
বন্যা লিপি
শুভ কামনা জানবেন। ভালো থাকবেন।
নিতাই বাবু
ভালো লাগলো। শুভেচ্ছা-সহ শুভকামনাও থাকলো।
বন্যা লিপি
কৃতজ্ঞতা দাদা।ভালো কামনা করছি।
মোঃ মজিবর রহমান
নিপাট শব্দেরা ফাঁকি দিয়ে যায় বারবার বাতাসের বায়নায়।
আঙুলগুলো ছুঁয়ে থাকে স্মৃতীর
ডায়েরী। চোখের কোনে জমে শরতের মেঘ ভাঙা বৃষ্টি!
জমে থাকা অশ্রুকনা ভালবাসায় ব্যাথিত চিত্তে, মন্থন জগতে আরেকবার মিলাতে চায় হাত পরম ত্রিপ্তিতে।
ভাল্লাগা রেখে গেলাম যে আপি।
বন্যা লিপি
অনেক অনেক মুগ্ধতা মন্তব্যে।কৃতজ্ঞতা শুভ কামনা জানবেন।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতিও রইল অশেস ক্রিতঘতা।
ভাল থাকুন। আর সুন্দির সুন্দর লেখা জমা দেন। আমাদের সোনেলায়।
শুভ ব্লগিং আপি।
ছাইরাছ হেলাল
চাইলেই যদি সময় কে ফিরিয়ে নেয়া যেত মনে মত করে!!
যদিও অতীত একমাত্র সত্য যা আমাদের হাতের কাছেই থাকে, নেড়ে-চেড়ে দেখার জন্য।
(সামান্য বানান সতর্কতা আবশ্যক।)
বন্যা লিপি
স্মৃতী রা কেবলই নেড়েচেড়ে দেখার মতো।
আলসেমী করেন নাকি ফাঁকিবাজি বুঝিনা।বলেছি তো বানান গুলি নির্দিষ্ট করে মন্তব্যে উল্লেখ করে দেবেন। আমি যারপরনাই কৃতজ্ঞ হবো/হই। আমার বানানে অনেক ভুল থাকে জানি। লিখে দিলে অন্যেরাও উপকৃতই হবে, আমার বিশ্বাস।
মনির হোসেন মমি
হলদেটে বিবর্ণ হবার আগে…
আরেকবার লিখতে চাই
গোটা কয়েক প্রেমের কবিতা।
আমরাও তাই চাই কবি সব অপ্রত্যাশিত হতাশা ভেঙ্গে আমাদের জন্য উপহার দিবে এক প্রেমময় পৃথিবী।
খুব ভাল লাগল।
বন্যা লিপি
মন্তব্যে কৃতজ্ঞতা শুভেচ্ছা ভাই।
রেহানা বীথি
আঙুলেরা স্মৃতি ছুঁয়ে যায় সবসময়ই। সুন্দর লিখলেন।
বন্যা লিপি
ছুঁয়ে থাকে স্মৃতীর ডায়রী……কিছু পুরোনো কাব্যের অক্ষর!!
আপনাকে শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
লিখে ফেলো লিখে ফেলো,
আমরাও পড়তে জানি,
অপেক্ষায় থাকলাম আরো পড়ার জন্য।
শুভ কামনা।
বন্যা লিপি
অপেক্ষায় আছি কবে শেষ হবে প্রহরের গোনাগুনতি। তারপর লিখবো ঠিকই।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
প্রহর গোনা সোজা কথা নয়, তাইতো লেখা হয়না প্রেমের কবিতা… তুমি যখন চাইছো লিখতে পারবে মনে হচ্ছে। লিখে ফেলো।
শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
আমিও চাইছি প্রহর গুনে শেষ হোক আগে। গোনা কি একই সহজ? ভালোবাসা জেনো।❤❤
তৌহিদ
প্রহর গুনতে গুনতেই সময় চলে যাচ্ছে, কবিতা আর লিখতে পারছি কই?? তবে আপনি লিখুন আপু। আমরা পড়বো অবশ্যই।
বন্যা লিপি
আগে প্রহরের গোনাগুনতি তো শেষ হোক!!! তারপর লিখবো “গোটা কয়েক প্রেমের কবিতা”
শুভ কামনা।
আরজু মুক্তা
বানান অনেকগুলো মিস প্রিন্টিং হয়েছে। ঠিক করে নিবেন। আর কবিতা লিখে ফেলেন। আমরা পড়ার জন্য উন্মুখ।
বন্যা লিপি
সম্পদনা করতেই পারিনা। তবু যদি লিখে দিতেন ভুল গুলো পরবর্তিতে সতর্ক হবার চেষ্টা করতাম। অনেক ভালোবাসা জানবেন।