ও পাখি তুই ডাকিস কেন
ছটফটায়ে পিঞ্জরে –
আমি কি সুখ দিই না ঢেলে অন্দরে!
ছটফটায়ে পিঞ্জরে –
আমি কি সুখ দিই না ঢেলে অন্দরে!
থাকবি ভেবে ভাঙা বুকে
আাশায় খেলে হেসে,
পর করেছি বিজনের নিদ
যেচেই ভালোবেসে।
আজ দেখি তোর এ কোন মতি
পদ কেন রে ধড়ফড়ে –
আমি কি সুখ দিই না ঢেলে অন্দরে!
আপন মেনে বল না আজি
ওরে অবুঝ পাখি,
কার তাড়নে রাখিস রে রোজ
সিক্ত দু’টি আঁখি।
তুই বিনে যে নেই কোন ধন
ক্যান বুঝে হোস নড়বড়ে –
আমি কি সুখ দিই না ঢেলে অন্দরে!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
ফয়জুল মহী
সুন্দর করে গুছিয়ে লিখেছেন ও নিটোল ভাবে উপস্থাপন করলেন ,কাব্য পাঠে মুগ্ধ হলাম ।
শুভ কামনা রইল
বোরহানুল ইসলাম লিটন
মুগ্ধ হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
পাখি উচাটন হয়ে আছে মনে হচ্ছে।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থা থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
পাখি বন্দি ভালোবাসায় সিক্ত হতে চায় না। খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
তৃপ্ত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রিতু জাহান
এ পাখির চাই একচিলতে আকাশ স্বচ্ছ বড়,,
জলের বুকে যার ছায়া স্পষ্ট।
কোতটা দিলে আসলে দেয়া বলে!
কতোটা স্বচ্ছতায় আসলে পাখি বস মানে!
দারুন লিখেছেন,, লিখে চলুন।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
মন পাখির মতিগতি বোঝা মুশকিল। কখন খাঁচা ভেঙে পালাবে এই ভয়েই জীবনের দিন গুনে গুনে কেটে যায়। সত্যি অর্থে আমরা নই, ভেতরের পাখিটাই আমাদের পুষে রাখে।
বোরহানুল ইসলাম লিটন
খুব সুন্দর বলেছেন আপু!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
নার্গিস রশিদ
কবিতা তো সুন্দর কিন্তু তার চেয়েও সুন্দর পাখির ছবিটি। কি সুন্দর পদ্ম পাতার মধ্যে বসে আছে । এই রকম স্বাধীন থাকা পাখি দেখতে ভালো লাগে খাঁচাতে থাকা পাখি যতোই সুন্দর হোক না কেন তার দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে যায়।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।