ও ডাক্তার !!

এস.জেড বাবু ২৫ জানুয়ারী ২০২০, শনিবার, ১০:৪৪:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

একমুখি ভালোবাসায়,
হৃদয়ের দেয়ালে আঁকা তৈলচিত্র, যে গোপন কালিতে ছাঁপা,
সে শুধুই অলস বেলায় অনাহূত উত্তাপে আর দহনে ভেসে উঠে ক্ষণিকের তরে,
তা শুধু সেই ঝলশানো হৃদয়ের ক্ষয়ে যাওয়া দেয়ালে,
ছাই হওয়ার ঠিক আগে-
যেখানে দুনিয়ার আলোক রশ্মীর উজ্জলতায়, পড়শীদের দৃষ্টির তীর, কোনদিনও পৌঁছাবে না।

তবে কেন ভয় পায় কেউ ?

যে অনির্বান শিখায় নিজেকে পুড়িয়ে
আত্মশুদ্ধি করার নিরন্তর প্রচেষ্টা করে,
স্ব-বিরহে ক্লান্ত “শূণ্য হৃদয়”

সে হৃদয় অঙ্গারের পোষ্টমর্টেম হলে,
যার দহনে পুড়ে পুড়ে, জ্বলার নেশায় আসক্ত মন,
তার ভাইরাস কি খুঁজে পাবে মাইক্রোষ্কোপ ?

ও ডাক্তার –
একতরফা প্রেমের দিগন্তে, হটাৎ বিজলীর অগ্নীষ্ফুলিংগে,
জ্বলেপুড়ে লন্ডভন্ড হৃদয়ের অবশিষ্ট বিষাক্ত ছাইয়ের স্তুপে-
মিলবে কি সেই শিখা অণির্বান এর মৌলিক ডিএনএ ?

-০-

৬৫৯জন ৫৩৫জন
2 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ