
একমুখি ভালোবাসায়,
হৃদয়ের দেয়ালে আঁকা তৈলচিত্র, যে গোপন কালিতে ছাঁপা,
সে শুধুই অলস বেলায় অনাহূত উত্তাপে আর দহনে ভেসে উঠে ক্ষণিকের তরে,
তা শুধু সেই ঝলশানো হৃদয়ের ক্ষয়ে যাওয়া দেয়ালে,
ছাই হওয়ার ঠিক আগে-
যেখানে দুনিয়ার আলোক রশ্মীর উজ্জলতায়, পড়শীদের দৃষ্টির তীর, কোনদিনও পৌঁছাবে না।
তবে কেন ভয় পায় কেউ ?
যে অনির্বান শিখায় নিজেকে পুড়িয়ে
আত্মশুদ্ধি করার নিরন্তর প্রচেষ্টা করে,
স্ব-বিরহে ক্লান্ত “শূণ্য হৃদয়”
সে হৃদয় অঙ্গারের পোষ্টমর্টেম হলে,
যার দহনে পুড়ে পুড়ে, জ্বলার নেশায় আসক্ত মন,
তার ভাইরাস কি খুঁজে পাবে মাইক্রোষ্কোপ ?
ও ডাক্তার –
একতরফা প্রেমের দিগন্তে, হটাৎ বিজলীর অগ্নীষ্ফুলিংগে,
জ্বলেপুড়ে লন্ডভন্ড হৃদয়ের অবশিষ্ট বিষাক্ত ছাইয়ের স্তুপে-
মিলবে কি সেই শিখা অণির্বান এর মৌলিক ডিএনএ ?
-০-
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ডাক্তার কে ভালোভাবে পোস্টমর্টেম করতে বলেন। সব ঠিকঠাক খুঁজে পাওয়া যাবে। অনেক দিন পর আপনার লেখা পেলাম। ধন্যবাদ ও শুভকামনা রইল
এস.জেড বাবু
রুগী অচেতন- ডাক্তারকে খুঁজে বের করতে হবে সবই।
ডাক্তার যদি দিলওয়ালা / দিলওয়ালী হয়- তবেই নাহয় সব ঠিকঠাক পাওয়া যাবে। হাহাহা।
ব্যাবসায়িক ব্যাস্ততা ছিলো আপু- এখন কিছুটা কমেছে। আশা করছি আবারও নিয়মিত দেখা হবে প্রিয় উঠানে।
ভাল থাকবেন অনেক অনেক।
সুপর্ণা ফাল্গুনী
হুম। আপনার লেখা খুব মিস করেছি সেইসাথে আপনার সুন্দর মন্তব্য থেকে বঞ্চিত হয়েছি।
তৌহিদ
কবিতা পড়ে ও ডাক্তার গানটি মনে পড়ে গেলো। পোস্টমর্টেম জরুরী!!
তবে একমুখী প্রেম এমনই হয়। জ্বালাময়ী যে অন্যকেও পোড়ায়। সে ক্ষত শুকাবে কিভাবে?
দারুণ কবিতা।
এস.জেড বাবু
অন্যকেও পোড়ায়-
শুকায় না ভাই. ডুবেও না- খালি ভাসে আর ভাসে।
গানটা শুনেই নিয়েন একবার।
ধন্যবাদ প্রিয় ভাইজান।
সুপায়ন বড়ুয়া
“যে অনির্বান শিখায় নিজেকে পুড়িয়ে
আত্মশুদ্ধি করার নিরন্তর প্রচেষ্টা করে,”
একমুখি প্রেমের পোস্টমটেম
ডাক্তার সাব ভাল জানেন
যদি ঠিক ডাক্তার ধরেন।
শুভ কামনা।
এস.জেড বাবু
ঠিক ডাক্তার কেমনে বুঝবো ভাইজান ?
রূপ দেখে না ডিগ্রী !!
হাহাহা-
মজার এবং চমৎকার মন্তব্যে সবসময় অনুপ্রেরনা পাই আপনার কাছ থেকে। শুভেচ্ছা নিরন্তর।
সঞ্জয় মালাকার
যে অনির্বান শিখায় নিজেকে পুড়িয়ে
আত্মশুদ্ধি করার নিরন্তর প্রচেষ্টা করে,
স্ব-বিরহে ক্লান্ত “শূণ্য হৃদয়”
একমুখি প্রেমের পোস্টমটেম
ডাক্তার সাব ভাল জানেন
যদি ঠিক ডাক্তার ধরেন।
দাদা আপনার জন্য অজস্র শুভ কামনা।
এস.জেড বাবু
ভালোবাসা একমুখী হতে নাই
এ যে অভিশাপ।
অনেক শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় ভাইজান।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা আপনাকেও আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা,
ভালো থাকুন সবসময়।
ত্রিস্তান
হৃদয়ের যে দেয়ালে পড়শীদের দৃষ্টি কখনোই পৌঁছাবে না, সেখানে ডাক্তার বাবু পোস্টমর্টেম করবেন কেমন করে?
এস.জেড বাবু
পরীর রাজ্য থেকে ডাক্তার উড়ে এলেই হলো আরকি !
স্বপ্নের দুয়ার থেকে সরে-
ঘরের দ্বারে যিনি আসবে- তিনিইতো ডাক্তার।
এখন হৃদয় চিরে চিরে পোষ্টমর্টেম করলেই পারে।
অশেষ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো।
আরজু মুক্তা
সব ডাক্তার যদি মনের কথা বুঝতে পারতো?
ভালো লাগলো কবিতাখানি।
এস.জেড বাবু
ইশশ !
যদি অনুভুতিগুলো এক্স-রে তে ধরা পড়তো।
অশেষ কৃতজ্ঞতা রইলো আপু।
ইসিয়াক
ভিন্ন আমেজে ভালো লাগা ।
শুভকামনা।
এস.জেড বাবু
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় লিখক এবং সু-প্রিয় ভাইজান।
ভালো থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
ছাই উড়িয়ে দেখতে হবে
মিললেও মিলতে পারে, ডিএনএ রতন।
আমাদের এভাবে ভুলে গেলেন!
এস.জেড বাবু
ভুলেই যদি যেতে পারতাম তবে আর ছাই হতো কিছু !
ভাইজান- মিস ইউ অল এ লট এভরি মোমেন্ট-
বাট ঐ যে কি কয়, জগত সংসারের টান- মাঝে মধ্যে আধ হাত পানির নিচে ডুবিয়ে রাখে আরকি।
তাইলে একজন কালবৈশাখি ডাক্তার লাগবে, দমকা হাওয়ায় ছাই উড়িয়ে দেখা যাক’ কি আছে নসিবে।
শুভেচ্ছা প্রিয় ভাইজান।
রেহানা বীথি
অনেকদিন আপনার লেখা পড়িনি।
ভালো লাগলো খুব।
এস.জেড বাবু
বাৎসরিক ক্লোজিং এর ঝামেলা ছিল ব্যাবসায়। আজকাল একটা কন্সট্রাকশান করার পিছনে সময় দিচ্ছি।
তবে এখন থেকে সময় বের করে নিবো যেমন করেই হউক।
প্রিয় উঠানে সব প্রিয় লিখকদের লিখায় চোখ বুলাতে না পারলে কেমন একা একা লাগে।
শুভেচ্ছা অশেষ আপু।
ভালো থাকবেন সবসময়।
সুরাইয়া পারভীন
এ ভাইরাস ডাক্তার বাবু মাইক্রোষ্কোপে না পেলেও
প্রেয়সী কিন্তু না খালি চোখেই সনাক্ত করতে পারে কিন্তু!
চমৎকার রাসায়নিক রাসায়নিক এক তরফা প্রেম
যে প্রেমে একজন বিন্দাস থাকলে অপরজন জ্বলে পুড়ে…..
এস.জেড বাবু
ভাবছি নিজে না গেলেও মনটা আবার ইস্কুলে পাঠাবো। কত কিছু শিখতে বাকি।
চমৎকার এক মন্তব্যে দারুন ভাবে মুগ্ধ আপু।
অশেষ শুভকামনা আপনার জন্য।
সু-দীর্ঘজীবন কামনা করছি।
ফয়জুল মহী
মনোরম লেখা।
এস.জেড বাবু
কৃতজ্ঞতা ভাইজান।
অনেক ভালো থাকবেন।