
ও ছলনী মেঘের বেটি
যাস ধেয়ে তুই কোন দূরে!
ওই রূপে যে নাচন জাগে
কদম কেয়ার গা জুড়ে!
ঝির ঝিরে বায় চিরল পাতা
করছে যদি আরজি পেশ,
দোল খেয়ে ঘাস ক্ষেতের ফসল
গড়ছে এ কার সজীব রেশ!
দ্যাখ না রোদের রাঙা অধর
ছড়ায় রে আজ সেই হাসি!
হয়নি কি ঢেউ নদীর বুকে
সিঁধেল প্রেমে উচ্ছ্বাসী!
ভাব দেখে তোর বাঁকা আঁখির
পাখ-পাখালি গায় সুরে,
ও ছলনী মেঘের বেটি
যাস ধেয়ে তুই কোন দূরে!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
ভাওয়ালি সুরে হলে খুব সুন্দর লাগল কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিমা আক্তার
চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম আপনার জন্য!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা।।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
ছাইরাছ হেলাল
মেঘ জানে মেঘের ঠিকানা,
বা মেঘ ই জানে না নিজের ঠিকানা।
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় অনুপ্রাণিত হলাম সুন্দর মন্তব্য পাঠে!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!