ওরে বিহঙ্গ বিহঙ্গী

খাদিজাতুল কুবরা ২৩ নভেম্বর ২০২০, সোমবার, ০১:০০:২৯পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

তরুশাখে পত্র পল্লবের ফাঁকে __
ওরা আজ মুখোমুখি বিহঙ্গ বিহঙ্গী!
উঁকিঝুঁকি দিচ্ছে নীলিমা আড়িপাতা আকাশটা সাক্ষী।
স্বর্গীয় দৃশ্য অবলোকনে প্রশান্ত তৃষিত আঁখি।

পৃথিবীর কদর্য সম্পর্কের সাথে পরিচিত নয় ওরা,
ওরা ভালোবেসে আকন্ঠ পান করে প্রেম সুরা।
কিসের তরে জড়ো হয়েছিস ওরে বিহঙ্গ তোরা দুটিতে!
বড় স্বাধ জাগে মনে কি কথা কইবি যদি পাই জানতে!

তোদের দেখে ঈর্ষা নয় স্মৃতি মেদুর হয়ে পড়েছি,
কোন একদিন কপোতাক্ষ নদীতীরে বালির ঘর গড়েছি!
কখন কোন ফাঁকে ঢেউয়ের আঁচড়ে ভেঙেছে ঘর,
আজ শান শওকতের গোরস্থানে সেসব স্মৃতিরা নিথর!

সাথে ছিলো প্রিয় সাথী ছিলো আবেশ স্বপ্নের!
প্রিয় শব্দটি আজও আমার, সাথী হয়েছে পর।
ওরে বিহঙ্গ কতো সুখে তোরা প্রেমের পরিযায়ী,
আমরা বিশ্বাস হন্তারক সম্পর্কের আততায়ী!

শতক্রোশ পাড়ি দিয়ে এসেছিস কি প্রেয়সীর কাছে!
মনোলোভা প্রকৃতি স্বাগতিক উৎসবের আমেজে।

ওরে বিহঙ্গ চেয়ে দেখ ফুলসজ্জা সাজানো আছে গাছে!
নৈসর্গিক দৃশ্য হার মেনেছে তোদের ভালোবাসার কাছে।

৮২৬জন ৬৬০জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ