
তরুশাখে পত্র পল্লবের ফাঁকে __
ওরা আজ মুখোমুখি বিহঙ্গ বিহঙ্গী!
উঁকিঝুঁকি দিচ্ছে নীলিমা আড়িপাতা আকাশটা সাক্ষী।
স্বর্গীয় দৃশ্য অবলোকনে প্রশান্ত তৃষিত আঁখি।
পৃথিবীর কদর্য সম্পর্কের সাথে পরিচিত নয় ওরা,
ওরা ভালোবেসে আকন্ঠ পান করে প্রেম সুরা।
কিসের তরে জড়ো হয়েছিস ওরে বিহঙ্গ তোরা দুটিতে!
বড় স্বাধ জাগে মনে কি কথা কইবি যদি পাই জানতে!
তোদের দেখে ঈর্ষা নয় স্মৃতি মেদুর হয়ে পড়েছি,
কোন একদিন কপোতাক্ষ নদীতীরে বালির ঘর গড়েছি!
কখন কোন ফাঁকে ঢেউয়ের আঁচড়ে ভেঙেছে ঘর,
আজ শান শওকতের গোরস্থানে সেসব স্মৃতিরা নিথর!
সাথে ছিলো প্রিয় সাথী ছিলো আবেশ স্বপ্নের!
প্রিয় শব্দটি আজও আমার, সাথী হয়েছে পর।
ওরে বিহঙ্গ কতো সুখে তোরা প্রেমের পরিযায়ী,
আমরা বিশ্বাস হন্তারক সম্পর্কের আততায়ী!
শতক্রোশ পাড়ি দিয়ে এসেছিস কি প্রেয়সীর কাছে!
মনোলোভা প্রকৃতি স্বাগতিক উৎসবের আমেজে।
ওরে বিহঙ্গ চেয়ে দেখ ফুলসজ্জা সাজানো আছে গাছে!
নৈসর্গিক দৃশ্য হার মেনেছে তোদের ভালোবাসার কাছে।
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সাধ ছিল, ছিল স্বপ্ন, নাছোড় বান্দার মত,
হারানো-স্বপ্ন এখন-ও উঁকি দেয় পলাশ-প্রকৃতিতে,
পরিযায়ীর মত, আস্তে ধীরে;
লাফিয়ে ওঠা হৃদয় ছুটতে চায় দিগ্বিদিকে।
সতৃষ্ণ-স্বপ্ন তাকিয়ে থাকে উষ্ণতার নরম রোদ মেলে
সময়ের বাঁকে বাঁকে।
খাদিজাতুল কুবরা
আমার লেখা পড়ে কয়েক লাইন লিখেছেন এটা প্রাপ্তি যোগ করে দিল।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল ভাইয়া
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির প্রকাশ কবি আপু
খাদিজাতুল কুবরা
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ লিটন দা
ফয়জুল মহী
বাহ , বেশ মোহনীয় পরিবেশন।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন মহী ভাইয়া
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ অসাধারণ অসাধারণ।
শুভ কামনা রইলো।
কলম চলতে থাকুক।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ রুকু।
পড়ে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞ রইলাম।
শামীম চৌধুরী
চমৎকার শব্দের গাঁথুনীতে কবিতাটি। অসাধারন আপু।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
আপনার জন্য ও অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
ওরে বিহঙ্গ চেয়ে দেখ ফুলসজ্জা সাজানো আছে গাছে!
নৈসর্গিক দৃশ্য হার মেনেছে তোদের ভালোবাসার কাছে। খুব খুব ভালো লাগলো শেষাংশ টুকু। চমৎকার ভাবনার, অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। হৃদয়ের চাওয়া পাওয়া কি দাবিয়ে রাখা যায়? একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
খাদিজাতুল কুবরা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল দিদি ভাই।
আরজু মুক্তা
স্বর্গীয় অনুভব!! আমরা পার্থিব যারা, তারা কি বুঝবো? আমরা তো ঐ পারের সুখকে ভালোবাসি। এপারের সুখ বিলাসিতা মনে হয়। মন উচাটন।
খাদিজাতুল কুবরা
ছবিটিকে উপজীব্য করে একটা ইভেন্টে লিখেছিলাম আপু।
লেখার জন্যই লেখা।
অনেক ধন্যবাদ আপু পড়ে মন্তব্য করার জন্যে
সঞ্জয় মালাকার
চমৎকার শব্দের গাঁথুনীতে, পাঠে মুগ্ধ হলাম।
আপনার জন্য শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দাদা সুন্দর মন্তব্যের জন্য।
সাবিনা ইয়াসমিন
“ সাথে ছিলো প্রিয় সাথী ছিলো আবেশ স্বপ্নের!
প্রিয় শব্দটি আজও আমার, সাথী হয়েছে পর।
ওরে বিহঙ্গ কতো সুখে তোরা প্রেমের পরিযায়ী,
আমরা বিশ্বাস হন্তারক সম্পর্কের আততায়ী!”
আমি যতবার এই লেখাটি পড়তে আসি, পড়ে কিছু লিখতে চেষ্টা করি ততোবারই এই লাইনগুলোতে এসে আমার মন আটকে যায়! এই অল্প কিছু লাইনের ব্যপকতা বিশাল মনে হয়। আমরাই বিশ্বাস হন্তারক, অথচ প্রিয় সাথীর অনুপস্থিতিতে প্রিয় সম্বোধন মনে রাখি না।
অসাধারণ লিখেছেন।
ভালো থাকুন, শুভ কামনা রাশিরাশি 🌹🌹
খাদিজাতুল কুবরা
আপনার এই মন্তব্যটি আমার কলমের অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রথম থেকেই আপনার উৎসাহ পেয়েছি আপু।আমি খুব কৃতজ্ঞ।
অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ লিখেছেন প্রিয় কবি
শুভকামনা রইল সতত
খাদিজাতুল কুবরা
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল
হালিম নজরুল
জীবন হয়ে বিহঙ্গ বিহঙ্গীর মতো সুখময়
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল ভাইয়া
দালান জাহান
চমৎকার ভালোবাসার শক্তি
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
আপনার মতো গুণী লেখকের মন্তব্য মানেই প্রাপ্তি।