ওরে একটু দাঁড়া

খাদিজাতুল কুবরা ২৫ জুলাই ২০২১, রবিবার, ১২:১৭:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

কবিতা!
শুনতে পাচ্ছিস?
এমন করে ডেকে সারা হচ্ছি!
ট্রেনের বগির সাথে পাল্লা দিয়ে শব্দগুলো পালাচ্ছে,
আমি অসহায় চোখে তাকিয়ে আছি!
চিরচেনা মাঠ-ঘাট,সরষে ক্ষেত, গরুর পাল, কৃষকের নাঙ্গল।
হারানো শৈশব-কৈশোর__
সাথে অশোকের ঝুলে দোল!
চোখদুটো হাত বাড়িয়ে ছোঁয়ার তরে ব্যাকুল!
কবিতা!
জানিসতো তুই দুরপাল্লার পথে ছায়া সঙ্গী।
নিবিড়ভাবে জড়িয়ে গেছি আমরা__
যাকে বলে অঙ্গাঅঙ্গি।
জীবন এখন কাঠখোট্টা নিঃসঙ্গ মধ্যাহ্নে দাঁড়িয়ে,
কবিতা!
তুই কিন্তু এড়িয়ে যাসনে!
ওরে উন্মনা নেশা।
জানিসতো তুই-ই শেষ উষা, বাকি সব দুরাশার খোয়াশা।
আরক্ত দুঃখ যখন স্রোতস্বিনী খরস্রোতা__
তোর কাছেই জমা রাখি জীবনের যতো তিক্ত খেরোখাতা।
তোর মধ্যেই প্রিয়ের চোখে চোখ রাখি,
কপোলে চুমু আঁকি।
তোর মধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে অদেখা বিশ্ব দেখি।
তোর জন্যেই সুপ্ত ইচ্ছেরা দেয় উঁকিঝুঁকি!
কবিতা!
ট্রেন ছুটছে!
খসে পড়ছে অনুভূতির পলেস্তারা,
যাসনে! ওরে একটু দাঁড়া,
আমিও যাবো তোর সাথে।
বেশি কিছু চাই না, কেবল কয়েকটি শব্দের ইতিউতি।
জানিসতো তুই-ই চিরসাথী!
অন্ধকার নিশীথে এক ঝলক বিজলি বাতি!
কবিতা!

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ