ওরা নারী দিবস জানেনা

খাদিজাতুল কুবরা ৭ মার্চ ২০২১, রবিবার, ০৭:৩০:৪৮অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

আহা!আমার কাজের মেয়েটার
বাহারি নাম 'কোহিনূর '।
বয়স কত হবে?আমার সমবয়সী প্রায়।
হলে কি হবে, ভাবেসাবে পাক্কা মুরব্বি।
সেই কোন ছোটবেলায় বিয়ে করে সংসারী হয়েছে।
মূল বয়সের দুই তৃতীয়াংশ বিয়ের বয়স।
এরইমধ্যে ছেলের বিয়ে দিয়েছে।

তো মূল প্রসঙ্গে আসি।

মেয়েটা মস্ত ফাঁকিবাজ। দু'দিন কাজে আসে তো
দু'দিন আসেনা।
একদিন খুব করে বকা দিলাম,
রোজ এরকম করলে ছাড়িয়ে দেব।
ঝরঝর করে কেঁদে উঠে বলল,"কাইলকার মাইরটা.....
জ্বর আইসা পড়ছিল,কারণে অকারণে খালি মারেগো আপা"।
জিজ্ঞেস করলাম কয় ছেলে মেয়ে?
বললো, "ছেলেডা বউরে নিয়া আলাদা থাহে,আমারে মা বইলাও ডাকেনা।
বাপে আমারে মাইর দিলে মাইয়া দুইডা চিৎকারি কান্দে তহন মাইনষে আইসা ছুঁডায়,
নইলে আমারে মাইরাই ফালাইতো"।

দিনটা ছিলো আটই মার্চ। আন্তর্জাতিক নারীদিবস।
হায় আফসোস!  কিসের নারীদিবস?
মনে মনে ভাবলাম, তুই কাজের মেয়ে আমি গৃহবধূ।
তুই, আমি আরও অনেকে নিষ্পেষিত একই যাঁতাকলে।
চপেটাঘাতটা তোর হয় গাত্রে, আমার জীবনদর্শন, মনস্তত্ত্বে।

বাদ যায়না কনেস্টবল, ডাক্তার, ইঞ্জিনিয়ার,
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রুমানা মন্জুর।
চোখ উৎপাটন করে ঘরের জন,
চরিত্র উদঘাটন করে সমাজ সুজন।
নিপীড়িত মাকে দেখে বড় হওয়া ছেলেটি ব্যার্থ হয়
মনুষ্যত্ব অর্জনে।
মুক্তি আটকে আছে এখনো  মিছিলে শ্লোগানে।

মিছিল নয় শ্লোগান নয় প্রতিটি পরিবার হোক ভালোবাসা সম্প্রীতিময়।
গড়ে উঠুক সুস্থ সমাজ নির্মল সভ্যতায়।

-------------------------------------------------
গত বছরের নারী দিবসে লিখেছিলাম

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ