ওগো মা …

প্রিন্স মাহমুদ ৭ অক্টোবর ২০১৩, সোমবার, ০২:৪৫:০২পূর্বাহ্ন কবিতা, সমসাময়িক ১৪ মন্তব্য

সংসার নামক বাগান
তুমি সাজাও কাঁটাহীন গোলাপে
সবুজ ভূখণ্ড আর গান
তোমার আঁচলে ও  প্রলাপে ।

ন্যায় , অসত্য , অন্যায়
সুন্দর মনের কোন বাসনায়
তুমি জ্বালো আশার পিদিম
শ্রম , চেষ্টা , ত্যাগ
তুমি নিষ্ঠামূর্তির ব্যাগ
হয়ে কেন সত্য জুড়ানো পরাধীন
এই আলোড়ন তুলো
তোমার আঁচলে এই জগতে ?

ওগো মা , অবিচার তিতিক্ষার কতো
লালনা ? তবু সংসারে শত
অভাবী অহমিকায় -
রঙ তামাশার হোলি খেলায়
পাপে কাটে জীবন হেলায় ।

তবু হই বারেবারে শুদ্ধ
তোমার ঘামভেজা আঁচলে রুদ্ধ
অচেনা বেশের এই ভালোবাসায় ।

 

ফেসবুকে এখন একটা যুদ্ধ শুরু হয়েছে । গুগুলে মা লিখে সার্চ দিলে যেন ভালো লেখা আসে , বাজে কিছু না আসে ।
সে হিসেবে এটা আমার প্রচেষ্টা । জানিনা কতটুকু লেখা হয়েছে । কারণ পাঁচ মিনিটে নিশ্চয় ভালো কবিতা লেখা যায়না ।
সংসারকে আমি বাগান হিসেবে দেখেছি , সন্তানদের কাটাহীন গোলাপ । বাকিটা আমি বুঝাতে পারবো না । শুভেচ্ছা সবাইকে ।

 

প্রিন্স মাহমুদ

০৭/১০/২০১৩

 

 

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ