ওগো বর্ষা! ওগো বৃষ্টি!

ঝরো ঝরো অঝোর ধারায়।

ভিজিয়ে দাও সিক্ত করো বসুন্ধরা

তপ্ত দগদ্ধ জন জীবনে দাও শান্তি আর প্রশান্তি

সবুজ প্রকৃতি পাহাড় পর্বতে দাও প্রাণের ছোয়া

জীব ও জলজ জীব বৈচত্র‍্যে আনো প্রাণচাঞ্চল্য

পুকুর নদী আর সাগরের জলজপ্রাণী হোক আনন্দে আত্মহারা।

পশু পাখি আর ময়ুর পেখম তুলে নাচুক আপন ভুবনে।

মানুষের হৃদয় মনকে অঝোর ধারায় ভিজিয়ে দাও রাংগিয়ে দাও।

হৃদয় মন বর্ষার আনন্দ উচ্ছ্বাসে উদবেলিত আর আলোড়িত হোক।

শিহরিত হোক হৃদয় ভালবাসা জাগ্রত হোক অন্তরে।

অনুপ্রাণিত আর জাগ্রত করুক ঘুমন্ত মানবতা আর নৈতিকতা

সৃষ্টি সুখের উল্লাসে উল্লসিত হোক জীবনধারা

ওগো বর্ষা! ওগো বৃষ্টি! ধুয়ে মুছে সাফ সুতুর করে দাও দেশ মাতাকে।

সকল অন্যায় অবিচার সমাজের জঞ্জাল অপসারিত করে দাও।

দূর হোক দুঃখ গ্লানী জরা খরা আর প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস।

 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ