
পাশের বাড়ীর ঐ মেয়েটি
নূপুর পড়ে হাটে
তাতের বোনা শাড়ি পড়ে
যায় নদীর ঘাটে ।
মাথার দু পাশে বেণী করা
দীঘল কালো চুল
লাল ফিতেতে বাঁধা তার
কানে সোনার দুল ।
ডাগর চোখে কাজল মাখে
দৃষ্টি বড়ই মায়া
শান্ত নিবিড় চলন বলন
যেন বটের ছায়া ।
মিষ্টি হাঁসে ঠোটের কোণে
দৃষ্টি কাড়ে আমার
যতই দেখি, মুগ্ধ থাকি
চাই আরো জানার ।
নগ্ন পায়ে হাটে যখন
পড়ে না যেন ছাপ
চপলা নৃত্তে ভালবাসার বৃত্তে
মনে জাগায় তাপ ।
মায়ায় ভরা মুখটি তার
সোহাগ ভরা মন
ইচ্ছে জাগে তার প্রেমেতে
থাকি সারা জীবন ।
~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০৩/১০/১৯
ঢাকা
১৫টি মন্তব্য
মোঃ খুরশীদ আলম
পাশের বাড়ীর মেয়েটি সম্পর্কে অনেক জানেন দেখছি। সাবধান আজকাল কিন্তু বেশী জানতে চেয়ে অনেকে ধরা খায়।
কামরুল ইসলাম
ধরা খাওয়ার উপায় নাই ভাই,
ধন্যবাদ
আরজু মুক্তা
পাশের বাড়ির মেয়েটাই মন কাড়ে।
কামরুল ইসলাম
কাড়েই তো,
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
পাশের বাড়ির মেয়েটির রূপ বন্দনায় মনটা গেল ভরে। চমৎকার লিখেছেন ভাইয়া। শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
অনিন্দ্য প্রকাশ! চমৎকার শব্দশৈলী
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
খাদিজাতুল কুবরা
আহা প্রেম!
পাশের বাড়ির মেয়েটির সুনজর পড়ুক পঙক্তিগুলোর উপর।
সুন্দর কবিতা লিখেছেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
হালিম নজরুল
সুন্দর অভিব্যক্তি, ভাল লাগল।
নূপুর পরে,শাড়ি পরে, দু’পাশে, নৃত্যে বানানগুলো একটু দেখে নেবার অনুরোধ রইল।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
রোকসানা খন্দকার রুকু
প্রথম মন্তব্যের সাথে সহমত পোষণ করছি।এত তাকঝাক মোটেও ভালো নয়।
নূপুর পায়ে রিনিক ঝিনিক মেয়েটি খেয়াল করুক আপনার লেখা।এই কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা