ঐ মেয়েটি

কামরুল ইসলাম ১৪ অক্টোবর ২০১৯, সোমবার, ০৭:৩০:০১অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
  • পাশের বাড়ীর ঐ মেয়েটি
    নূপুর পড়ে হাটে
    তাতের বোনা শাড়ি পড়ে
    যায় নদীর ঘাটে ।
    মাথার দু পাশে বেণী করা
    দীঘল কালো চুল
    লাল ফিতেতে বাঁধা তার
    কানে সোনার দুল ।
    ডাগর চোখে কাজল মাখে
    দৃষ্টি বড়ই মায়া
    শান্ত নিবিড় চলন বলন
    যেন বটের ছায়া ।
    মিষ্টি হাঁসে ঠোটের কোণে
    দৃষ্টি কাড়ে আমার
    যতই দেখি, মুগ্ধ থাকি
    চাই আরো জানার ।
    নগ্ন পায়ে হাটে যখন
    পড়ে না যেন ছাপ
    চপলা নৃত্তে ভালবাসার বৃত্তে
    মনে জাগায় তাপ ।
    মায়ায় ভরা মুখটি তার
    সোহাগ ভরা মন
    ইচ্ছে জাগে তার প্রেমেতে
    থাকি সারা জীবন ।
    ~~~~~~~~~~~~~~
    রচনা কাল ঃ ০২/১০/১৯
    ঢাকা
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ