পাশের বাড়ীর ঐ মেয়েটি
নূপুর পড়ে হাটে
তাতের বোনা শাড়ি পড়ে
যায় নদীর ঘাটে ।
মাথার দু পাশে বেণী করা
দীঘল কালো চুল
লাল ফিতেতে বাঁধা তার
কানে সোনার দুল ।
ডাগর চোখে কাজল মাখে
দৃষ্টি বড়ই মায়া
শান্ত নিবিড় চলন বলন
যেন বটের ছায়া ।
মিষ্টি হাঁসে ঠোটের কোণে
দৃষ্টি কাড়ে আমার
যতই দেখি, মুগ্ধ থাকি
চাই আরো জানার ।
নগ্ন পায়ে হাটে যখন
পড়ে না যেন ছাপ
চপলা নৃত্তে ভালবাসার বৃত্তে
মনে জাগায় তাপ ।
মায়ায় ভরা মুখটি তার
সোহাগ ভরা মন
ইচ্ছে জাগে তার প্রেমেতে
থাকি সারা জীবন ।
~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০২/১০/১৯
ঢাকা
২১টি মন্তব্য
মোহাম্মদ দিদার
সকাল সকাল এমনএকটা কাব্য।
বেশ ভালো লাগলো
কামরুল ইসলাম
ধন্যবাদ
মনির হোসেন মমি
অনবদ্য কবিতা। সুন্দরের শেষ নেই, মুগ্ধতার শেষ নেই যার মন সুন্দর তার সব সুন্দর। খুব ভাল লাগল ছন্দের কবিতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
সুন্দর মন্তব্য করেছেন, প্রীত হলাম,
অনেক শুভ কামনা
তৌহিদ
ছন্দ কবিতা ভালো লেগেছে ভাই। শুভকামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা অনেক
আকবর হোসেন রবিন
পাশের বাড়ীর মেয়েটির এতো সুন্দর বর্ণনা দিলেন। তারিফ না করে কি আর থাকা যায়!
শুভকামনা কবি।
কামরুল ইসলাম
হাহাহা,
তারিফ করার জন্যই এমন বর্ণনা দিলাম।
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
নিতাই বাবু
তাঁর প্রেমে মগ্ন হয়ে সারাজীবন এভাবে থেকে আরও আরও লিখতে থাকুন! আমরাও আপনার মনোভাব জানতে থাকি, পড়তে থাকি। ভালো থাকুন সবসময়।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অপেক্ষায় থাকুন,
আরো পাবেন
চাটিগাঁ থেকে বাহার
কবিতা সুন্দর হয়েছে।
কামরুল ইসলাম
ধন্যবা, সুন্দর মন্তব্যের জন্য
মোঃ মজিবর রহমান
ঐ মেয়েটির সোনায় গড়ন,ডাগর ডাগর চোখ ভোলায় মন। সেই মেয়েটির রুপ বর্ণনা করলেন দারুন।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুন্দর মন্তব্যের জন্য
মোঃ মজিবর রহমান
☝
আরজু মুক্তা
ছন্দে ছন্দে ছন্দিত।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সঞ্জয় মালাকার
ছন্দের কবিতা, খুব ভালো লাগলো দাদা, শুভেচ্ছা অফুরন্ত।
কামরুল ইসলাম
ধন্যবাদ, অনেক শুভ কামনা
সুরাইয়া পারভিন
প্রেমিকের চোখে তার প্রিয়তমাটি যেনো বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী।
চমৎকার উপস্থাপন
কামরুল ইসলাম
ধন্যবাদ