
আমি বেদ মানিনা, শাস্ত্র জানিনা;
তন্ত্র-মন্ত্রের ধার ধারিনা।
দিবস-রজনী তোমারি আরাধ্য রই;
যমুনার কুলে বাঁশির সুরে কান পেতে রই।
পলকে পলকে তোমারি ছবি আঁকি অক্ষি-ক্যানভাসে;
অচ্ছ্যুত/অদৃশ্য তোমারে খুঁজি অনুভবে,অনুরাগে।
আছো প্রেমে, আছো দ্রোহে, আছো কামনার সরোবরে-
হংসমিথুন যেথায় খেলছে জলকেলি।
সান্ধ্য-আরতিতে ধূপ-প্রদীপে পূজারির হাতে দেবতা পূজিত হয়;
বৃষ্টি ধারায় তোমারি পরশ-সুধা মাখি সর্ব অঙ্গে,
ভোরের আলোয় পথ হাঁটি যেথায় রয়েছে নদীর আঁচল পাতা।
তুমি তো লীলা বোঝো, মন বোঝো না,
বুঝিলে বুঝিতে আমার মনের বেদনা।
ছবি-গুগল
রচনাকাল- ১২ই নভেম্বর ২০২০
২৪টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভবে প্রেমের কবিতা।
’শ্বাশত প্রেমে ধারা গায় যদি গীত
বেড়ায় তা বিশ্বাসে হৃদ থেকে হৃদ’
ভীষণ মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন ও শুভকামনা রইলো ভাইয়া ।
সুন্দর মন্তব্যে অফুরন্ত ভালোলাগা জানিয়ে দিলাম।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর।
ভাইয়া মন্তব্য একটু গঠনমূলক দিলে খুশি হব
আরজু মুক্তা
লীলা বোঝ, মন বোঝ না। এই লাইনটায় আটকিয়ে গেলাম। মন বুঝতে হবে, তবেই ভালোবাসা বাড়বে। দুজনের প্রতি থাকবে আত্মত্যাগ।
শুভকামনা দিদি।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্য সবসময়ই ভালো লাগে আপু।
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভকামনা
প্রদীপ চক্রবর্তী
এমন কবিতায় মুগ্ধতা ছাড়া কী আছে আর!
বেশ ভালো লাগলো,দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দাদা। ভালো লাগলো জেনে খুব আনন্দিত।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনেক সুন্দর প্রেমের কবিতা লিখেছেন প্রিয়
শুভকামনা রইল প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
দারুন প্রেমের কবিতা লীলা বোঝে মন বোঝে না।
ভালোবাসায় মন বোঝা জরুরি।
শুভ কামনা রইলো দিদিভাই।🥰🥰
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই আপু। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
তৌহিদ
লীলার দুনিয়ায় সবাই মঞ্চে অভিনীত অভিনয়টাকেই ধারণ করে। অন্তর্নিহিত প্রেমকে উপলব্ধি করে এমন মানুষ হাতে গোনা।
চমৎকার লিখেছেন দি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
আপনার চমৎকার মন্তব্যে ও অনুপ্রেরণায় সর্বদাই আনন্দিত, বিমোহিত হয়ে যাই। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া।
সতত শুভেচ্ছা ও শুভকামনা
সাবিনা ইয়াসমিন
শেষ দু’লাইনেই কবিতায় পূর্ণতা এসেছে!
যে লীলায় ধন্য তার কাছে মন অকর্মণ্য, সে মনের মুল্য দিতে জানে না।
সুন্দর কবিতা, শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্য এর জন্য অফুরন্ত ধন্যবাদ আপু।
নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা।
ভালো থাকবেন সুস্থ থাকবেন
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর লিখেছেন দিদি ভাই।
লীলা খেলার জগতে প্রেম কোথায়!
সবাই তো আমরা মেকি মননে মনোনিবেশকারী!
মন তো খেই হারিয়ে মৃতপ্রায়।
এ যেন অধুনা নিমিত্ত,
ব্যক্ততায় সংশয় পাছে আম ছালা দুটোই খোয়ায়।
সম্পর্ক গড়ে ভাঙে ম্যাড়ম্যাড়ে মৌনতায়,
লৌকিকতার বেড়াজালে বন্দী সময়।
সুপর্ণা ফাল্গুনী
আপনার এমন বিশ্লেষণধর্মী মন্তব্য লেখকের লেখাকে সার্থক করে তুলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
মোঃ মজিবর রহমান
জিবনে আরাধ্য মরণে আরাধ্য
পুজি আমি তোমারেই সর্বমধ্য।
তুমারে আমার করতে আপন
পুজিব মধ্যিখানে আপনজন।
সুপর্ণা ফাল্গুনী
কবির ভাষায় লিখেছেন চমৎকার মন্তব্য খানি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
শামীনুল হক হীরা
ভাবনাটা সম্পূর্ণ ভিন্নরকম।। অসাধারণ লিখলেন প্রিয়।।শুভকামনা আগামীর।।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
যে লীলা বোঝে মন বোঝে না, এমন প্রেমে বাসা না বাঁধাই ভাল।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই বাসা বাঁধা উচিত না কিন্তু প্রেমে বাগডুম বাগডুম মন তাকি বোঝে না মানতে চায়??
আপনাকে আজকাল কম পাই ভাইয়া।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত