
আমি সোনালী কবিতার ভিড়ে বিজয় দেখেছি।
আমি বিজয় দেখেছি পল্লী তরণীর আঁখিপাতে।
বিজয় দেখেছি আমি গ্রামবাংলার সবুজাভ মাঠে,
বিজয় দেখেছি আমি কবির কাব্যপাঠে।
এ বিজয়
ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে জয়বাংলার গান,
এ বিজয় মানে তারুণ্যের কণ্ঠে শেখ মুজিবুর রহমান।
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা হাসে বিজয়ের বেশে,
স্বাধীন দেশের স্বাধীন নিশান উড়ছে আজ আকাশে, বাতাসে।
এ বিজয়
উদিত সূর্যোদয়ের সোনালি ফুলের ঘ্রাণ,
বিজয় তুমি যে লাখো শহীদের প্রাণ।
এ বিজয়
কবি বেশে জনসমুদ্র মঞ্চে শেখ মুজিবুর রহমান,
আবালবৃদ্ধবনিতা মুক্তির সুরে গাইছে আজ বিজয়ের গান।
এ বিজয়
সোনালি মাঠের কৃষকের মুখভরা হাসি,
এ বিজয় ভোরের উদিত রবি।
এ বিজয়
গর্জে ওঠা শহীদের একাত্তর,
মম অন্তরে গ্রথিত তুমি, আছো নিরন্তর।
এ বিজয়
সোনালী মাঠে লাল সবুজের পতাকা,
একখণ্ড সভ্যতার বুকে যেন চিরসাক্ষী হয়ে থাকা।
এ বিজয়
কবির কবিতা,
যার কাব্যিক পাঠে মন্ত্রমুগ্ধ শ্রোতা।
এ বিজয়
কাকডাকা ভোরে ৩১ বারের তোপধ্বনি,
এ যে ঊনসত্তর হাজার লোকালয়ের কন্ঠধ্বনি।
এ বিজয়
মুক্তিযোদ্ধার হাতে বিজয়ের বীরগাঁথা,
বিজয় তুমি হৃদয়ের বাংলাদেশ ভুলবো না তোমার কথা।
বিজয় তুমি লালসবুজের বুকে চির বিজয়,
যুগে যুগে ক্ষণজন্মা তাই তুমি,
চির অক্ষয়।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার কবিতা দাদা। বিজয়ের মাসে সকল শহীদ বুদ্ধিজীবী, বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধাদের জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
বিজয় দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে , মিশে আছে স্বমহিমায়।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দিদি।
বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
রোকসানা খন্দকার রুকু
সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
শুভ কামনা রইলো দাদা।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা, দিদি।
ভালো থাকুন।
তৌহিদ
মহান মুক্তিযুদ্ধে রক্তার্জিত এ বিজয় আমাদের গৌরবের। এ বিজয় আমাদের অহংকারের। আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা দাদা।
প্রদীপ চক্রবর্তী
জয় বাংলা।
বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
.
শুভেচ্ছা রইলো,দাদা।
বোরহানুল ইসলাম লিটন
খুব ভালো লেগেছে প্রিয় কবি।
রক্তে গড়া বিজয় চির স্মরণীয় বাঙালীর জীবনে
যা প্রতিটি শ্বাসে স্মরণ করে দেয়।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা একরাশ।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
শুভেচ্ছা রইলো।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই আর বিজয় দিবসের অনেক শুভেচ্ছা রইল কবি দা
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা রইলো, দাদা।
ভালো থাকুন।
আরজু মুক্তা
বিজয়ের লালসবুজ শুভেচ্ছা।
প্রদীপ চক্রবর্তী
জয় বাংলা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
বহু ত্যাগ আর প্রতীক্ষার পরে পেয়েছে কাঙ্ক্ষিত স্বপ্নের স্বাধীনতা
শুভকামনা রইল প্রিয়
প্রদীপ চক্রবর্তী
বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
জিসান শা ইকরাম
বিজয়কে খুব সুন্দর ভাবে কবিতায় তুলে এনেছ।
বিজয়ের শুভেচ্ছা,
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা।