এ জন্ম কাটিয়ে দিতে চাই

প্রদীপ চক্রবর্তী ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ০৭:২৪:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

শরতের আকাশে যখন রোদ ভরা গল্প নামে আমি তখন চলে যাই ময়ূরাক্ষীর তীরে।
এখানে আছে কেবল শান্ত বাতাস, লাল মাটির গন্ধ আর মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান।

বিকেল হলে শহরের রোদ যখন হাওরের বুকে এসে পড়ে তখন মনে হয় কেউ একজন তার মনের মাধুরী দিয়ে সাজিয়ে রেখেছে।
কি অপার প্রকৃতির মুগ্ধতা।
যেখানে জড়িয়ে আছে বনলতার শিল্পশালা।

শরতের প্রতিটি বিকেলে যখন একা বসে শিল্পীর সাজানো সাজসজ্জা দেখি তখন তুমি নামক মানুষটাকে বড্ড মনে পড়ে।
বড্ড মনে পড়ে তোমায় নিয়ে কাটানো কোন প্রান্তিক শহরের বিকেল বেলার কথা।

অথচ তুমি নামক মানুষটা আজ বহুদূর।
না আছে সখ্যতা।
না আছে দুচোখ ভরে দেখার সুযোগ।

বিকেল শেষে আকাশ যখন দিগন্তে চলে যায়,
নেমে আসে ঘুটঘুটে এক সন্ধ্যা।
সে সন্ধ্যায় নদী পদ্মফুলের উপর সারাদিনের ক্লান্ততা ভুলে ভালোবাসার গল্প জমা রাখে।

কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে আমি বরং একাকীত্বের কাছে বহুবার বিধস্ত হয়ে পড়ি!
অথচ তুমি নামক মানুষটা আজ বহুদূর।

কেবল অপেক্ষা আবার দেখা হবে।
আর তোমার ছায়ামূর্তি এঁকে রাখব বুকের বাঁ পাশে।
যেখানে পবিত্র ভালোবাসার পরম তৃপ্তিতে তোমায় নিয়ে এ জন্ম কাটিয়ে দিতে চাই।
..
ছবিঃ সংগৃহীত।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ