এ কোথায় বাস আমাদের?

ইঞ্জা ১৩ নভেম্বর ২০১৬, রবিবার, ০৭:৫০:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

fb_img_1479044746654

 

কিছুক্ষণ আগেই আমার এক আপুর স্টাটাসে কমেন্ট করেছি এই কটি বাক্য দিয়ে কিন্তু মনের কথাটির প্রশ্নের উত্তর আমার জানা নেই, দেশ নাকি ডিজিটালি এগুচ্ছে কিন্তু তেমনই মানবতা বারবার ভূলুণ্ঠিত হচ্ছে কিন্তু কেন, এর উত্তর যিনি বা যারা দেওয়ার তারা অনেকটাই নিশ্চুপ, এরপরেও একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার কিছু প্রশ্ন যার প্রতিটি পরতে লুকিয়ে আছে শুধুই প্রশ্ন।

প্রশ্ন ১ঃ কেন একজন মুক্তিযোদ্ধাকে লোহার রড দিয়ে পিটিয়ে তার হাঁড়গোড় ভেঙ্গে দেয় মুক্তিযুদ্ধ ভিত্তিক শাসিত দলের নামধারী নেতা, কেন তাকে আইনের আওতায় আনা হয়না, তার সাহস কিভাবে হয় একজন মুক্তিযোদ্ধারর গায়ে হাত দেওয়ার, এই মুক্তিযোদ্ধা কি এই জন্যই যুদ্ধ করেছিল দেশ স্বাধীন করার?

প্রশ্ন ২ঃ কেন সাঁওতালদের নিজ জমি হতে উচ্ছেদ হতে হয়, কেন সরকারের পেটোয়া বাহিনীর হাতে খুন হতে হয়, কেন আজ তারা খুদায় কাতর, কি দোষ ছিলো তাদের, তারা কেন আজ নিজ ভিটেয় মৃতপ্রায়?

প্রশ্ন ৩ঃ কোন এক দাসের কারণে কেন নাসিরনগরে এখনো আগুন জ্বলছে, কেন আজ হিন্দু ধর্মীরা গৃহহারা, কেন তাদের মন্দির ভাঙ্গা, কেন মন্ত্রীর মুখে মালাউন শব্দ আসে, এই ঘটনায় কেন ধর্ম অবমাননার মামলা হয়না?

প্রশ্ন ৪ঃ কেন আজ নারী লোভীদের, ধর্ষকদের সঠিক বিচার হয়না, কেন শিশু পূজার মতো অনেক পূজা এই শিশু বয়সে ধর্ষিত হচ্ছে, কেন তনুরা ধর্ষিত আর খুন হয় আবার তার ধর্ষক ও খুনি ধরা পড়েনা, কেন রিসারা খুন হচ্ছে, এর জবাব কেন প্রশাসন দিতে পারেনা, কেন এই ধর্ষকরা ধরা পড়েনা আবার ধরা পড়লে দৃষ্টান্ত মূলক শাস্তি এরা পাইনা, কে দেবে এর জবাব আর যাদের দেবার তারা কেন আবোলতাবোল বলে?

প্রশ্ন ৫ঃ মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা ১০ টাকার চাল কেন গরীবরা পাইনা, কেন এইসব চাল বড় হতে ছোট পাতি নেতারা মেরে খায়, এর বিচার কয়টি হয়েছে বলতেই তো পারিনা, কেন, এর জবাব যিনি দেবেন তিনিই তো পচা গমের দোষে দোষী।

এইসব প্রশ্ন ছাড়া আরো অনেক প্রশ্ন আসে মনে যার উত্তর এই দেশে পাবো কিনা যানিনা, নিজেকে মনে হয় স্বাধীন দেশের পরাধীন জাতি হিসাবে, এরপরেও ইচ্ছে হয় এই অবোধের উত্তর জানার।।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress