কিছুক্ষণ আগেই আমার এক আপুর স্টাটাসে কমেন্ট করেছি এই কটি বাক্য দিয়ে কিন্তু মনের কথাটির প্রশ্নের উত্তর আমার জানা নেই, দেশ নাকি ডিজিটালি এগুচ্ছে কিন্তু তেমনই মানবতা বারবার ভূলুণ্ঠিত হচ্ছে কিন্তু কেন, এর উত্তর যিনি বা যারা দেওয়ার তারা অনেকটাই নিশ্চুপ, এরপরেও একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার কিছু প্রশ্ন যার প্রতিটি পরতে লুকিয়ে আছে শুধুই প্রশ্ন।
প্রশ্ন ১ঃ কেন একজন মুক্তিযোদ্ধাকে লোহার রড দিয়ে পিটিয়ে তার হাঁড়গোড় ভেঙ্গে দেয় মুক্তিযুদ্ধ ভিত্তিক শাসিত দলের নামধারী নেতা, কেন তাকে আইনের আওতায় আনা হয়না, তার সাহস কিভাবে হয় একজন মুক্তিযোদ্ধারর গায়ে হাত দেওয়ার, এই মুক্তিযোদ্ধা কি এই জন্যই যুদ্ধ করেছিল দেশ স্বাধীন করার?
প্রশ্ন ২ঃ কেন সাঁওতালদের নিজ জমি হতে উচ্ছেদ হতে হয়, কেন সরকারের পেটোয়া বাহিনীর হাতে খুন হতে হয়, কেন আজ তারা খুদায় কাতর, কি দোষ ছিলো তাদের, তারা কেন আজ নিজ ভিটেয় মৃতপ্রায়?
প্রশ্ন ৩ঃ কোন এক দাসের কারণে কেন নাসিরনগরে এখনো আগুন জ্বলছে, কেন আজ হিন্দু ধর্মীরা গৃহহারা, কেন তাদের মন্দির ভাঙ্গা, কেন মন্ত্রীর মুখে মালাউন শব্দ আসে, এই ঘটনায় কেন ধর্ম অবমাননার মামলা হয়না?
প্রশ্ন ৪ঃ কেন আজ নারী লোভীদের, ধর্ষকদের সঠিক বিচার হয়না, কেন শিশু পূজার মতো অনেক পূজা এই শিশু বয়সে ধর্ষিত হচ্ছে, কেন তনুরা ধর্ষিত আর খুন হয় আবার তার ধর্ষক ও খুনি ধরা পড়েনা, কেন রিসারা খুন হচ্ছে, এর জবাব কেন প্রশাসন দিতে পারেনা, কেন এই ধর্ষকরা ধরা পড়েনা আবার ধরা পড়লে দৃষ্টান্ত মূলক শাস্তি এরা পাইনা, কে দেবে এর জবাব আর যাদের দেবার তারা কেন আবোলতাবোল বলে?
প্রশ্ন ৫ঃ মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা ১০ টাকার চাল কেন গরীবরা পাইনা, কেন এইসব চাল বড় হতে ছোট পাতি নেতারা মেরে খায়, এর বিচার কয়টি হয়েছে বলতেই তো পারিনা, কেন, এর জবাব যিনি দেবেন তিনিই তো পচা গমের দোষে দোষী।
এইসব প্রশ্ন ছাড়া আরো অনেক প্রশ্ন আসে মনে যার উত্তর এই দেশে পাবো কিনা যানিনা, নিজেকে মনে হয় স্বাধীন দেশের পরাধীন জাতি হিসাবে, এরপরেও ইচ্ছে হয় এই অবোধের উত্তর জানার।।
Thumbnails managed by ThumbPress
১৮টি মন্তব্য
শাহানা আক্তার
আমরা যারা সাধারণ জনগণ তাদের প্রত্যেকর মনেই এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে…উত্তর দেবার কেউ নেই…
ইঞ্জা
সহমত আপু।
ব্লগার সজীব
এসব প্রশ্নের উত্তর নেই ভাইয়া। আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি….. আমরা সুধু ভালবেসেই যাবো। প্রতিদানে পাবো লাঞ্চনা।
ইঞ্জা
এই দেশ স্বাধীন হলেও আমরা পরাধীন রয়ে গেলাম।
অরুনি মায়া অনু
এর উত্তর যে আমারও জানা নেই ভাইয়া। হয়ত সময় আমাদের জানিয়ে দিবে সব প্রশ্নের উত্তর। জানেনতো সময়ের মত উত্তম বিচারক আর কিছু নেই।
ইঞ্জা
ভুল বলছেন আপু, এই দেশে সময় বিচার করেনা শুধু রাজনীতির রঙ বদলায়, এমন একদিন আসবে এই দেশের মানুষ ফানুষ হবে রাজত্ব করবে চাটুকার আর অমানুষের দল।
নীলাঞ্জনা নীলা
উত্তর এক – মুক্তিযোদ্ধাকে যুদ্ধ করতে কে বলেছিলো? না করলেই আজ সাধারণ মানুষ হিসেবে মার খেতো। হয়তো খেতেও হতো না।
উত্তর দুই – আরে গানই তো আছে, “পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মানুষ নই।” ক্ষুধায় কাতর তো হবেই, যে আগুণ জ্বলছিলো তাতে রান্না করে নাই কেন তারা? হ্যান্ডপাম্প ভাই আপনিও না খেয়ে থাকুন, ক্ষিদে তো লাগবেই।
উত্তর তিন – মন্দির ভেঙ্গেছে তো কি হয়েছে? “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়!” মালাউনদের মাটির মূর্তির দেবতা এরা কি করে মন্দিরে বসে বসে? নিজেরা পারেনা নিজেদের বাঁচাতে? আর মন্ত্রী হলেন দেশের একজন সম্মানিত মানুষ, উনি যা মন চায় সেটাই বলতে পারবেন।
উত্তর চার – এতো প্রশ্ন একসাথে, উত্তর দিমুনা।
উত্তর পাঁচ – উফ আপনি এতো প্রশ্ন করলে উত্তর খুঁজতে কতো কষ্ট হয় জানেন? এসব কি আর বইয়ে পাওয়া যায়? শুনুন গরীবদের চাল গরীবরাই নেয়। কারণ যারা নেয়, ওরা মারাত্মক ফকির। কি করবে, আপনি-ই বলুন?
হ্যান্ডপাম্প ভাই আমার মন্তব্যে হয়তো আপনার মনে হচ্ছে এতো সিরিয়াস প্রশ্নের উত্তর এভাবে দিয়েছি? কি করবো বলুন? একধরণের প্রহসন চলছে আজকের এ সময়ে। আর এই প্রহসনের শিকার হচ্ছে এই মানুষগুলোই। সত্যি বলছি একটুকুও ভালো লাগছে না, মোটেও না। 🙁
ইঞ্জা
;( হ্যান্ডপাম্প
চরম হয়েছে আপু, এইনা হলে আমার বোন, এমম অসাধারণ উত্তর পেয়ে যারপর নাই দেশের মহারাজারা দারুণ লুতুপুতু টাইপের আপ্লুত হবেন যার কোন সংশয় নেই, ঠিকই বলেছেন এই প্রহসনের রাজনীতির অসহায় আজ আমরা হয়ত একদিন আমাদের সন্তানরা দেখবে এই দেশে কোন জনগণ নেই আছে শুধু ক্ষমতাধররা আর চাটুকার বেশ্যার দল। :@
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাই বলে ডাকলে এভাবে কাঁদলে তাহলে আর ডাকবো না, খুশী হবেন? 😀
ইঞ্জা
\|/ 😀
ছাইরাছ হেলাল
ভাই, খুব কঠিন প্রশ্ন! কমন পড়ে নাই।
তাও পরীক্ষায় ফেল করিয়ে দিয়েন না, টেনে টুনে বা গ্রেস মার্ক দিয়ে হলে পাস চাই ই।
ইঞ্জা
ভাইজান কেম্বে পাস দেবেন, কইছিনা অবোধ আমি, নিজেই উত্তর জানিনা। ;(
আবু খায়ের আনিছ
তুলে রাখুন, কখনো পাবেন না।
ইঞ্জা
জানি ভাই আর এই জন্যই আমার বলা “এ কোথায় বাস আমাদের”। 🙁
মিষ্টি জিন
জবাব নাই , জবাব নাই.. এই প্রশ্ন গুলির জবাব যারা দেবে তারা মুখে ঠুলী দিয়ে আছে।
ইঞ্জা
সহমত আপু, এই ইহ জনমে আর জবাব পাবোনা তা জানি।
মৌনতা রিতু
তবে শেষমেষ সাঁওতালরা যে ত্রাণ ফেরত দিছে এটাতে আমি বুক ফুলাইছি।
এসব প্রশ্নের উত্তর জানা আছে। কইলে ভাই মোর পিঠের চামড়া থাকব না। তাই স্পিক্টি নট হইছি।
ইঞ্জা
জানি আপু জানি, আমরা সবাই জানি কিন্তু আমরা সবাই চুপ কারণ পিঠের চামড়া আমাদেরও যাবে। 🙁