এ কেমন নদী-বিমুখতা

ছাইরাছ হেলাল ১৮ মে ২০২০, সোমবার, ১০:৫৭:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

 

শহুরে জনহীন রাস্তায় একটি লিকলিকে ভয়
পিছু নিচ্ছে, প্রতি মাঝ-রাত্তিরে,
ভাগ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাহুগ্রস্তের মত
দোষে নিচ্ছি-না কাউকে; নালিশ-ও না;
এ-এক আচ্ছন্ন বিহ্বলতা করোনাকালে।

নৈরাশ্যের নিরীহ নিঃস্পৃহ স্পন্দনে কেটে যায়
রাত্রির পর রাত্রি, আজন্ম অহেতুক অভ্যাসের মত,
সরীসৃপের মত জড়িয়ে থাকা একরাশ কবিতা
জোরালোর কণ্ঠস্বরে সারাক্ষণ চালু রাখে
প্রাণের শেষ স্পন্দন;

নিজেকে প্রবোধ দেই, রূপকথার যাদুতে,
স্বপ্ন-জীবনের বাঁকে দাঁড়িয়ে ভাবি
এ-ও-এক নদী-হীনতা।

ছবি......নেট থেকে।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ