এ আমি কোন্ আমি

ছাইরাছ হেলাল ৫ এপ্রিল ২০২১, সোমবার, ০২:৫৯:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

দ্যুলোক ভূলোক ঘুরি জয়ের নেশায়,
(ভুয়া)লাইক কমেন্টে আনন্দ কুড়া,
জ্বালা জুড়াই হাহা দিয়ে, প্রতিনিয়ত, বীর-দর্পে;
ধরা কে সরা জ্ঞানে, বেশুমার মনের সুখে,
মৌসুমি সৌরভ বুকে/মুখে/চোখে মেখে;

কেউ জানুক বা না-জানুক
কেউ দেখুক বা না-দেখুক
আঁতকে উঠি নিজ প্রতিবিম্বে, এ আমি কোন আমি
মুখোশের অন্তরালে;
সুড়ুত করে মুখ লুকাই হুডিতে নিশ্চুপ আহ্লাদে,
প্রকাশ্যে ব্যস্ততা দু’চোখ ছোঁয়া পরশে, অশ্লীল দ্রষ্টব্যে;

বেশুমার/বিবিধ পাতানো খেলা খেলে
শেষ মেষ চিত্ত যখন বেচইন নিজেকে আবিষ্কার করি উদ্বৃত্তে,
গভীর সংবেদ-সংক্ষেপে সুবোধ বালক সেজে
চালাক চালাক কথা ছড়িয়ে বলি,
আমি এই যে এখানে যেমন ছিলাম
আছি তেমন-ই।

.....ধরো, খুশিতে, ঠ্যালায়, ঘোরতে,রিসোর্টে যেতে…..
ব্লগে আসো, (বাসায় আসো বলি নাই কিন্তু)...............

ছবি নেটের।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ