এসো হে বন্ধু

মনির হোসেন মমি ৪ মার্চ ২০১৪, মঙ্গলবার, ১১:১৮:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৮ মন্তব্য

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

ভরে দিবো আদরঁ-সোহাগে

খেতে দেবো লাল গরম চা।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

নিয়ে যাবো দূর তেপান্তর

ঝিঁলের জলে ভেসে  তুলে নেবো শাপলা শালুখ যা।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

দু'জনে দু'বাহু বাড়িয়ে রেল লাইন ধরে

হেটে যাবো গা ধূলিয়ে যেথায় মন ছুটে যায়।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

নিজেকে জানতে ধূলি আর কাদা মাটি দেহে

রাখালিয়া কৃষকের বাংলার চিরচেনা শষ্য উৎপাদনের ভীরে।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

শীতের হরেক রকম  গরম পিঠায়

বসন্তের বাসন্তী রাঙ্গায় বৈশাখী ঝড়ো হাওয়ায়।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

কঠিন পাথূরে শহরের কঠিন মনটাকে

বর্ষায় বৃষ্টিতে একটু শীতল করা।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

হেমন্তের হৈমন্তী বধূর অক্লান্ত পরিশ্রমে ফসলে,

ঘরে ঘরে নবান্নের উৎসবের ছোয়াঁ।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

বিশ্ববাসী কয় অতিথি আপ্যায়নে ব্যাস্ত

গ্রামের দূরন্ত কিশোর,বৃদ্ধটি।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

মাটির মমতায় মায়ের স্নেহে বাবার আদরে

করিব সমাদর মন যাহা চায়।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

তোমার জন্য রেখে দিবো পাগলা বাবা মাজারের

উৎসবের পবিত্র তবারক খানা।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

আকা বাকা মেঠো পথ ধরে নিয়ে যাবো তোমায়

রাতের যাত্রা কিংবা পালা গানের আড্ডায়।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

মসজিদ মন্দির কিংবা গির্জায় ধর্মের বিবেদে নয়,

মানুষের ভালবাসায় হই

ধর্মীয় উৎসবে একাকার।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

কুমাড় পাড়ায় হরেক রকম মাটির পশরায়

কি নিবীর ভালবাসায় মন ছুটে বেড়ায়।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

মন যখন বিসন্ন রয় চলে এসো ভরে দেবো মন

রাখালিয়ার বাশুরীর সূরে,

লালন কিংবা পল্লী আর ভাটিয়ালী গানে গানে।

যখন ইচ্ছে হয়

এসো আমাদের গাঁ

তুলির টানে একেঁ দিবো তোমার হৃদয়ে

বাংলার বৈচিত্রময় অজো পাড়া-গাঁ।

 

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ